 
            
     
    গল্পগুলো সোনালী দিনের
গল্প কে না পড়তে চায়! আমরা সবাই গল্প করতে, গল্প শুনতে এবং গল্প বলতে পছন্দ করি। আবার যদি এসকল গল্প হয় ইসলামিক কিংবা নবি রাসূলের তাহলে তো কেনা কথাই নেই। গল্প আমাদের হৃদয়ে রেখাপাত সৃষ্টি করে।
আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে ইসলামের অনুশাসনে নিয়ে আসার জন্য বহু নবি এবং রাসূল প্রেরণ করেছেন। যার সূচনা হয়েছে হযরত আদম (আঃ)এর মাধ্যমে এবং পরিসমাপ্তি ঘটেছে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্দুল্লাহকে প্রেরণ করার মধ্য দিয়ে। আল্লাহ তাআলা পৃথিবীর বুকে নবি রাসূল প্রেরণ করেছেন তাঁর ঐশী বিধান মানবজাতির কাছে পৌঁছিয়ে দেয়ার জন্য এবং পথভুলা মানুষকে পথের দিশা দেখানোর জন্য ও ঘোর অন্ধকারে নিমজ্জিত সমাজকে নববি আলোয়ে আলোকিত করার জন্য। আর এ মহৎ কর্ম বাস্তবায়ন করতে গিয়ে তাঁদেরকে বরণ করতে হয়েছে জেল, যুলুম-নির্যাতনসহ অসহনীয় কষ্ট। তাঁদের মধ্যে অন্যতম হলেন হযরত মূসা (আঃ) ও হযরত ঈসা (আঃ)।
কুরআনে আছে “আল্লাহ তাআলা তাঁদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তাঁরাও তাঁর প্রতি সন্তুষ্ট হয়েছেন।”
কী ছিল সেই কর্মটি যার কারণে একে অপরের প্রতি সন্তুষ্ট হতে বাধ্য হয়েছে?!
হ্যাঁ. মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুওয়াত লাভ করার পর সাফা-মারওয়ায়ে আরোহন করে পাপাচারে কলুষিত আরববাসীকে আহŸান করলেন এক আল্লাহর দিকে। নির্দেশ দিলেন মূর্তি পূজার উপাসনা ত্যাগ করার এবং বললেন শিরক জঘন্যতম মহাপাপ। তখন তাঁর এ আহŸানে কেউ কেউ সাড়া দিল আর কেউ কেউ দিলনা। উপস্থিত কতক আবার শত্রæতা পোষণ করে বসল। তাঁর এ ডাকে সাড়া দিল আবু বকর, আলীর মতো কিছু আল্লাহ প্রেমীরা। হাতে গোনা কয়েকজনকে নিয়েই শুরু হল মক্কার অলি-গলিতে ধর্ম প্রচার। এতে মক্কার মুশরিকরা ক্ষীপ্ত হয়ে উঠল। শুরু হল অসহ্য নির্যাতন। বয়কটের হুমকি দেয়া হল। করাও হল বয়কট। কিন্তু দাওয়াতের মহান মিশন থেকে থেমে নেই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীদের পথচলা। এ কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার পরও ঈমানের ওপর দৃঢ় অবিচল থাকা এবং আল্লাহর রাসূলকে সঙ্গ দেয়া এ কাজটিই আল্লাহ সুবহানাহু ওয়াতাআলাকে সবচেয়ে বেশী মুগ্ধ করেছে। এর জন্যই তাঁরা একে অপরের প্রতি সন্তুষ্ট হয়েছেন। এ গ্রন্থে আমরা জানবো সেই সকল বীরবাহাদুরের কিছু গল্প।
প্রিয় পাঠক! “গল্প গুলো সোনালী দিনের” এর প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে লুক্কায়িত আছে আমাদের জন্য বহু শিক্ষা ও উপদেশ। একজন মুসলিম কীভাবে তার ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত জীবন পরিচালনা করবে সে তা গল্পে গল্পে নবি আলাইহিমুস সালাম ও সাহাবীদের জীবনী থেকেই জেনে নিতে পারবে। বক্ষমান গ্রন্থটি এসব কিছুর সমন্বয়ে গল্পে গল্পে ছন্দে ছন্দে লিপিবদ্ধ করেছেন আয়ান আরবিন
- নাম : গল্পগুলো সোনালী দিনের
- লেখক: আয়ান আরবিন
- সম্পাদনা: এ. এইচ. নেছারী
- প্রকাশনী: : আয়ান প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 128
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2020

 
  
                 
                 
                 
                 
                 
                 
            




