আমেরিকায় উচ্চশিক্ষা ও গবেষণা
ড. মোহাম্মদ আরিফুর রহমান রচিত তথ্যবহুল ও অভিজ্ঞতালব্ধ একটি প্রয়োজনীয় বই ‘আমেরিকায় উচ্চশিক্ষা ও গবেষণা’। তিনি পোস্ট-ডক্টরাল গবেষক, জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র। এ বইটি মূলত বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য রচিত হয়েছে। বিদেশে উচ্চশিক্ষা অর্জন একটা স্বপ্নের মতো, এই স্বপ্ন দেখে বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থী। কীভাবে বিদেশে পড়া যায়? এজন্য কী কী করতে হবে? সে বিষয়ে শিক্ষার্থীদের তেমন কিছু জানা নেই। অনেক শিক্ষার্থী তার বহুদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হলেও সঠিক তথ্য ও জানাশোনার অভাবে মাঝপথে এসে হারিয়ে যায়। অনেকে মনে করে বিদেশে উচ্চশিক্ষা অর্জনের জন্য অনেক টাকার প্রয়োজন! আসলে, টাকার প্রয়োজন তেমন নেই। বিদেশে পড়তে আসার জন্য অনেক স্কলারশিপ বা বৃত্তি আছে। উচ্চশিক্ষার জন্য কোন দেশ ভালো হবে, স্কলারশিপের ব্যবস্থা আছে কি না, ছাত্রত্বকালীন কাজের সুযোগ আছে কিনা ইত্যাদি নানা বিষয় সম্পর্কে ভালোভাবে আলোচনা করা হয়েছে এ বইটিতে।
বইটির সূচিপত্র দেখলেই বোঝা যাবে যে লেখক প্রতিটি বিষয় নিয়েই তার অভিজ্ঞতা থেকে লিখেছেন। আমেরিকা আসার সহজ উপায় কী?, উচ্চশিক্ষার জন্য আমেরিকা কেন আসবে?, আমেরিকায় পড়তে আসতে হলে কী কী লাগবে?, সিজিপিএ (পএচঅ) কম হলে কী করবে?, জিআরই না দিয়ে কি আমেরিকায় আসা যায়?, ঞঙঊঋখ নাকি ওঊখঞঝ, আমেরিকা আসার জন্য কোনটা লাগবে?, ফান্ডিং বা স্কলারশিপ কীভাবে পাওয়া যায়?, বিশ্ববিদ্যালয় বাছাই করবে কীভাবে?, প্রফেসর বা সুপারভাইজার খোঁজ করবে কীভাবে?, প্রফেসরের কাছে কীভাবে ই-মেইল করবে? রিকমেন্ডেশন লেটার কীভাবে লিখবে? স্টেটমেন্ট অব পারপাস (ঝঙচ) কীভাবে লিখবে? কীভাবে স্কাইপ ইন্টারভিউয়ের প্রস্তুতি নেবে? ভিসার আবেদন কখন, কীভাবে করবে? আমেরিকায় কোথায় থাকবে ঠিক করেছ? ইত্যাদি বিষয় রয়েছে বইটিতে।
- নাম : আমেরিকায় উচ্চশিক্ষা ও গবেষণা
- লেখক: মোহাম্মদ আরিফুর রহমান
- প্রকাশনী: : সাহিত্যদেশ
- পৃষ্ঠা সংখ্যা : 128
- ভাষা : bangla
- ISBN : 9789848069592
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2020