বাঙালি নারী : হাজার বছরের বাঙালি নারী
‘বাঙালি নারী: হাজার বছরের বাঙালি নারী’ (পাঠক সমাবেশ দ্বিতীয় সংস্করণ) গ্রন্থটি আবহমানকালের বাঙালি নারীর ইতিবৃত্ত। যার ব্যাপ্তিকাল প্রাচীনকাল থেকে বিশ শতকের শেষ প্রহর। এতে বর্ণিত হয়েছে বাঙালি নারীর জীবনচর্যার আদ্যোপান্ত―ধারাবাহিক যোগসূত্র রক্ষা করে। নারীর নৃতাত্ত্বিক, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সংগ্রামী ভূমিকার কোনো দিকই বাদ যায়নি। লেখক শুধু তথ্য সন্নিবেশ এবং ঘটনা পরম্পরাকে গ্রন্থিত করেই নিশ্চিন্ত হননি বরং এর তাৎপর্য নির্ণয়ের প্রয়াস পেয়েছেন; সজাগ থেকেছেন পর্যবেক্ষণ ও বিশ্লেষণে।
তবে গতানুগতিক ইতিহাসের মতো অভিজাত শ্রেণির যাপিত জীবনের চেয়ে গুরুত্ব দিয়েছেন সাধারণ নারীর জীবনসংগ্রামের ওপর। একই সঙ্গে ইতিহাসের বিস্তৃত ভাণ্ডার ও সমকালীন জীবন থেকে তুলে এনেছেন নারীর ওপর আরোপিত পিতৃতন্ত্রের বহুবিচিত্র নিগ্রহ-নিপীড়নের স্বচ্ছ চিত্র। এছাড়া ক্রমবিবর্তিত মানসগঠন, চেতনার স্তর, সৃজনশীল উত্থানের বৈচিত্র্যময় প্রেক্ষাপট তুলে ধরেছেন সযত্নে। সব মিলিয়ে গ্রন্থটি হয়ে উঠেছে বাঙালি নারীর জীবনালেখ্য।
- নাম : বাঙালি নারী : হাজার বছরের বাঙালি নারী
- লেখক: মাহমুদ শামসুল হক
- প্রকাশনী: : পাঠক সমাবেশ
- পৃষ্ঠা সংখ্যা : 480
- ভাষা : bangla
- ISBN : 9789849717638
- বান্ডিং : hard cover
- শেষ প্রকাশ (2) : 2023