

মার্কিন জিএসপি অর্থনীতি না রাজনীতি
দেশের রাজনীতি বলি আর অর্থনীতিই বলি, সবজায়গাতেই এখন আলােচিত এক নাম জিএসপি। মূলত রানা প্লাজা ট্রাজেডির পর থেকে জিএসপি আলােচিত বিষয়ে পরিণত হয়। জিএসপি বলতে কি বুঝায় তা এই বইয়ে তুলে ধরার চেষ্টা হয়েছে। বাংলাদেশের পােশাকখাতে কখনােই জিএসপি সুবিধা ছিল না। তারপরও কেন পােশাক খাত সংস্কারের কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্র জিএসপি স্থগিত করলাে, তার কারণ অনুসন্ধানের চেষ্টা আছে এখানে। আছে সংশ্লিষ্ট সব পক্ষের মন্তব্য।
তবে কোন মতামত নেই। কিভাবে কাজ করে মার্কিন আইনসভা কংগ্রেস আর অন্যতম নির্বাহী বিভাগ স্টেট ডিপার্টমেন্ট তার ধারণা পাওয়া যাবে বইতে। জানা যাবে বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল কংগ্রেস সদস্যদের ব্যাপারেও। অবৈধ অভিবাসীদের নিয়ে মার্কিন রাজনীতির চিরন্তন দ্বন্দ্বের খবরও থাকছে এখানে। আছেন কৃতি প্রবাসীরাও। রথ দেখার পাশাপাশি কলা বেচার মতাে আছে কানাডাও।
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন