
কবে যেনো দেশদ্রোহী হয়ে যাই
শাহ সোহেল এ প্রজন্মের আলোকিত তরুণ কবি। নব্বই দশকের মাঝামাঝি সময়ে লেখালেখিতে জড়িয়ে পড়েন সক্রিয়ভাবে। এই দশকটি কবিতাকেন্দ্রীক, আধুনিক বাংলা কবিতার টার্নিং পয়েন্ট এ মূল্যায়ন স্বতঃস্ফূর্ত। এমনি এক সৃষ্টি-মুখর সময়ে যে কজন তরুণ কবিতায় নিজস্ব প্রতিশ্রুতি আর স্ব-নির্মিতির ছাপ রাখতে পেরেছেন শাহ সোহেল নিঃসন্দেহে তাদের একজন। এই কবির রচনায় তারুণ্য-তাড়িত আবেগ, চিরন্তন প্রেমানুভূতির প্রাবল্যই মূল সুর হয়ে ওঠে। কবিতা ও জীবন একই জিনিসের দুরকম উৎসারণ (জীবনানন্দ দাশ) শাহ সোহেল এই দুরকম উৎসারণ এর সার্থক সমন্বয় ঘটিয়েছেন তার কবে যেনো দেশদ্রোহী হয়ে যাই শীর্ষক প্রথম কাব্যগ্রন্থে।এ-কবি প্রেম-প্রধান হলে প্রেম-সর্বস্ব নন।
কবিতা তাম্রলিপ্ত পৃথিবীর হিরন্ময় চেহারা এ হিরন্ময়তা প্রেমের প্রতিভাস-আয়নায় তিনি প্রত্যক্ষ করেছেন সমকাল, স্বদেশ আর স্ব-জাতিকেও। জীবনের প্রগাঢ় বাস্তবতায় বিচিত্র অভিজ্ঞতার আলোকসম্পাত ঘটেছে তার কবিতাগুলোয়। উৎপ্রেক্ষার নতুনত্বে আমাকে নব্য সাইকেল চড়োয়ার মতো/ হাতে হাত, হাতে কোমর ধরে, প্রেম শেখাও অথবা চিত্রকল্পের প্রক্ষেপণে দ্বান্দ্বিক উচ্চারণ ‘গুণ ও ভাগের জটিলতায় তাও গেলো। অতঃপর কিছুই এসে যায় না আমার কিংবা স্বদেশ-প্রেমের বাতায়ন খুলে আজন্ম পরিচিত সোঁদা ঘ্রাণ নিতে নিতে কবির অপূর্ব চাষাবাদ ‘সুইডেন-প্যারিস-বেবিলন-প্রাচীন গ্রীক/ সভ্যতার খোলসে ঘুরতে ঘুরতে দেখলাম দেখলাম/ বাবার সাথে ছেলে মায়ের সাথে মেয়ে ভাইয়ের সাথে ভাই/ আমার বুকে মধ্যাহ্নের স্তূপকৃত বারুদ নেভাতে নায়াগ্রার জপ্রপাতে অবগাহন করে শীতলতার উষ্ণ অনুভব নিয়ে ফিরে আসি/ জন্মভূমি; কাদা-মাটি-কৃষাণ আর মেঠো পথের দেশ/ প্রিয় বাংলাদেশ ইত্যাকার পঙক্তিগুলো কবির শক্তিমত্তার বহিঃপ্রকাশ; যা পাঠকদের জন্যে সুখদ কাব্য-ব্যঞ্জনাবাহী।
পুরো গ্রন্থের মধ্যে ‘তোমার কসম লাগে নারী, নষ্ট ঘর-সংসারের গল্প, অবিনশ্বর বিপ্লব জীবন্ত ভূমিকম্প, সিগ্রেট মানুষ, কবে যেনো দেশদ্রোহী হয়ে যাই, কোথায় তার স্টেশন এ-কবিতাগুলো সার্থকতার দাবি রাখে। ‘এই নাও স্টেনগান’ কবিতাটি নাটকীয়তার আদলে কবির নিরীক্ষণ-চর্চার সত্যতাকেই ফুটিয়ে তুলেছে।
এ কবির যে ছন্দজ্ঞান আছে কল্পচিত্রের স্নিগ্ধতায় বৃষ্টি হলে মন ভিজে না কবিতাটি তার উজ্জ্বল স্মারক। উপমা, চিত্রকল্প, বাকভঙ্গি ও শব্দ বুননে কবির সম্ভাবনা লক্ষণীয়। কবিতার নিখুঁত শ্রমসাধ্য কবি- ঐতিহ্য, আধুনিক কাব্যচিন্তাও শিল্প-চেতনার প্রতি কমিটেড শাহ সোহেল আগামীতে উজ্জ্বলতর হয়ে আবির্ভূত হবেন এটাই কামনা।
- নাম : কবে যেনো দেশদ্রোহী হয়ে যাই
- লেখক: শাহ সোহেল
- প্রকাশনী: : অনিন্দ্য প্রকাশ
- পৃষ্ঠা সংখ্যা : 64
- ভাষা : bangla
- ISBN : 9789849990451
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2025