তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর
যান্ত্রিক জীবনের অভ্যস্ত দাম্পত্যে একত্রবাস ফিকে করে দেয় সব রং। আহ্নিক গতির নিয়মে দিন যায়, রাত আসে। রাতের আকাশে ওঠে চাঁদ। সেই চাঁদ জোড়ে দেখবার সৌভাগ্য সবার হয় না, এক ছাদতলায় বাস করবার পরও। চোখের জল চোখেই শুকিয়ে যায়। সে খবর যার রাখবার কথা, তার চোখে রাজ্যের ঘুম আর বাইরে কাটাতে চাওয়া কোয়ালিটি টাইম ডিসকোয়ালিফাইড হয়ে যায় এক পক্ষের উদাসীনতায়।
জীবন থেকে অনেকগুলো বছর প্রেমহীনতায় ঝরে যাওয়ার পরে পেশাগত জীবনে সফল, দুই সন্তানের জননী, তিথির বর্ণহীন জীবনে নতুন করে অনুপ্রবেশের অনুমতি চাইছে ভালোবাসা। আচমকাই নিয়ম-নীতির এই ঘেরাটোপ থেকে মুক্তির আশায়, মুক্ত আকাশে ডানা মেলতে চাইছে তার অবাধ্য মন, অথচ মুখোমুখি হচ্ছে কিছু প্রশ্নের। এখনও আকাশে ওই একই চাঁদ। চারপাশে নেই কোনো দেওয়াল। এখন তাহলে কী উপায়? কী করবে ও?
নিজের পরিচিত পুরনো জগত লণ্ডভণ্ড করে দিয়ে নতুন করে শুরু করবে? নাকি এই ভালোবাসাহীন বিবর্ণ জীবনকেই মেনে নেবে নিজের নিয়তি ভেবে? জানতে হলে পড়তে হবে তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর। উপন্যাসের নামটা নেওয়া হয়েছে অনুপম রায়ের বিখ্যাত গান তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর থেকে; কৃতজ্ঞতা তার প্রতি।
- নাম : তুমি অন্য কারো সঙ্গে বেঁধো ঘর
- লেখক: মৌলী আখন্দ
- প্রকাশনী: : বিবলিওফাইল প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 124
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





