স্বেচ্ছাসেবার খুঁটিনাটি ও ব্যবস্থাপনা কৌশল
এ দেশে স্বেচ্ছাসেবার ব্যাপারখানা অনেকটা নিজের খেয়ে বনের মোষ তাড়িয়ে বেড়ানোর মতো। এই বইয়ের লেখক বখতিয়ার হোসেন বোধকরি সেই গোত্রেরই একজন। এই মোষ তাড়ানোর পনেরো বছর পেরিয়ে ষোলোতে এসে তিনি হাতড়িয়ে দেখেন, তার মতো মোষ তাড়ানোর লোকদের সামনে পথ দেখিয়ে দেয়ার মতো তেমন কোনো গাইডলাইন নেই । মূলত এই উপলব্ধি থেকেই তিনি নিজের অভিজ্ঞতা আর টুকিটাকি হাতড়িয়ে দাঁড় করিয়ে ফেলেন──
‘স্বেচ্ছাসেবার খুঁটিনাটি ও ব্যবস্থাপনা কৌশল’ বইটি। প্রচ্ছদ করেছেন হালের জনপ্রিয় প্রচ্ছদ শিল্পী নিয়াজ চৌধুরী তুলি। বইটি সুখপাঠ্য। আমার বেশ ভালো লেগেছে। লেখকের লেখার মুনশিয়ানায় বিষয়ভিত্তিক আলোচনাগুলো টানটান থেকেছে , ঝুলে যায়নি।
ইদানীং ভার্চুয়াল জগতে মোটিভেশনাল স্পিচ ও স্পিকারদের একটা ট্রেন্ড যেমন চোখে পড়ছে ঠিক তেমনি মোটিভেশনাল লেখক ও বইয়ের ছড়াছড়ি। লেখকের এই বইটি তেমন নয়। এটি পুরোপুরি স্বেচ্ছাসেবক, স্বেচ্ছাসেবীদের জন্য প্রণীত একটি গাইডলাইন নিঃসন্দেহে ।
পাণ্ডুলিপিটি বলা যায় একনিশ্বাসে পড়েছি। স্বেচ্ছাসেবীর কাজ ও সংগঠন পরিচালনা এ দুটো বিষয়কে প্রাধান্য দিয়ে লেখক তার নিজের অভিজ্ঞতার মিশ্রণে কন্টেন্টগুলো দাঁড় করিয়েছেন। প্রতিটি লেখার শেষ দিকে তিনি ‘আমার পরামর্শ’ শিরোনামে উৎসাহী পাঠকদের একটা গাইডলাইন দিতে চেষ্টা করেছেন। আমার বিশ্বাস, বখতিয়ার হোসেনের এই বই নিঃসন্দেহে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ও কর্মীদের জন্য ভালো কিছু এবং এটি পড়া দরকার।
সবার ভালো হোক।
জয়নুল টিটো
> গল্পকার ও কথাসাহিত্যিক
উপ-পুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রাম
- নাম : স্বেচ্ছাসেবার খুঁটিনাটি ও ব্যবস্থাপনা কৌশল
- লেখক: বখতিয়ার হোসেন
- প্রকাশনী: : অক্ষরবৃত্ত
- পৃষ্ঠা সংখ্যা : 128
- ভাষা : bangla
- ISBN : 9789849704607
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2022