পেটুক ভূত কাঁটাগাছি
মেঘ-বৃষ্টির বন্ধুত্বে কত কী যে ঘটে, আর আমরা বুঝি ভুল। রাজ্যের খিদে নিয়ে লাজুক ভূত হাজির হয় দুষ্টু ছেলের সামনে। খাপছাড়া বেলুনটি সঙ্গী পায় দুনিয়া ঘুরে। বিদ্রোহী তেলাপোকারা মায়ায় জড়ায় একরত্তি মেয়ের। ঘামাচি হয়ে চাঁদের সে কী বিশ্রী অবস্থা! স্কুলে স্কুলে উদ্ভট সব কাণ্ড ছোট্ট ছেলেটির। এ বই যেন হরেক রঙের মজার মজার সব গল্পের হাট।
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন