আঁধার পথের পিছনের পথ
গল্পটা আপনার আমার মতই খুব সাধারণ একটি পরিবারের।
মা মারা যাবার পর থেকেই শুরু হয় একের পর এক বিপর্যয়। বাবার হাতে হাত রেখে সংসারের নড়বড়ে অবস্থার হাল কাঁধে তুলে নেয় পরিবারের ছোট ছেলে মঈন। ঋণের অতিরিক্ত বোঝার ভার যখন আরও বেঁকে বসে, তখন নত কাঁধে বড় ভাইয়ের সাহায্য চায়। বিদেেেশর মাটিতে অট্টালিকা গড়ার নেশায় নিজ পরিবারকে বোঝা মনে হয় তার। বাধ্য হয়ে মঈন নবজে ত্যাগ স্বীকার করে। চেষ্টা চালায় বোঝা হালকা করার। এদিকে মঈনের বাবা দ্বিতীয় বিয়ে করে অসুস্থতা কারণে। বাবাকে সেবা করার জন্য একজন মানুষ দরকার একান্ত নিজের মত করে। যদিও এতে মঈনের পূর্ণ সম্মতি ছিলো, তবু ওলটপালট হয়ে যায় তার জীবন, ওলটপালট হয়ে যায় গোটা পরিবার। ঘটে যায় বেশ কয়েকটি অপূরনীয় দূর্ঘটনা।
শেষ পর্যন্ত মঈন কি পারবে আর্থিক সংকট এবং পারিবারিক বিদ্বেষ মোকাবেলা করে তার পরিবারের সোনালী দিনগুলোর মত দিন ফিরিয়ে আনতে? নাকি নিজেই ছিন্নভিন্ন হয়ে ডুবে যাবে অতল থেকে অতলে?
- নাম : আঁধার পথের পিছনের পথ
- লেখক: আলী ইসলাম মুমেন
- প্রকাশনী: : রয়েল পাবলিকেশন
- পৃষ্ঠা সংখ্যা : 96
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2025





