
থিংক লাইক এ সাইকোলজিস্ট
থিংক লাইক এ সাইকোলজিস্টঃ মনোবিদের মতো ভাবুন মনোবিজ্ঞান বিষয়ক এমন একটি বই, যা একজন পাঠককে কোন ব্যক্তির আবেগ বিশ্লেষণ, শারীরিক ভাষা ও আচরণ অনুধাবন করে অনুপ্রেরণা এবং উদ্দেশ্য বুঝতে শিখাবে। যদিও অল্প সময়ের দেখায় মানুষকে বিশ্লেষণ করা সহজসাধ্য নয় তথাপি বইয়ে উল্লেখিত নানা উপকরণ পাঠককে এই কাজে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিবে।সামনে বসা মানুষটির আবেগ, আচরণ, স্বভাব, মূল্যবোধ, পূর্ব-অভিজ্ঞতা এবং সামগ্রিক ব্যক্তিত্ব সম্পর্কে সচেতনভাবে জ্ঞাত হয়ে ব্যক্তির ভিতরের মানুষ সম্পর্কে ধারণা পেতে বইটি বিশেষ সহায়ক। ব্যক্তির নেপথ্যের একক বা সম্মিলিত গুণাবলী বিশ্লেষণ করার ক্ষেত্রে বইটির ভূমিকা প্রশংসনীয়। বিশ্লেষণের মাধ্যমে চারপাশের পরিচিত অথবা অজানা মানুষকে বুঝতে পারা, তার মানসিক অবস্থান নির্ণয়, আবেগীয় ও আচরণগত স্বতন্ত্রতা নিরূপণ, কিংবা ব্যক্তিত্বের সামগ্রিক পাঠোদ্ধারই এই বইয়ের আলোচিত বিষয়। সঠিক পর্যবেক্ষণ ও সহজ প্রশ্নমালার মাধ্যমে ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, চরিত্র, আচরণগত প্রবণতা এবং মূল্যবোধ অনুধাবনের কৌশলগুলো এখানে সাবলিলভাবে উদ্ধৃত হয়েছে।
বইটি পড়লে মানুষের আচরণ পর্যবেক্ষণ করে তার সম্পর্কে অনুমান করার কৌশল রপ্ত করা যাবে। এটি বর্তমান সময়ের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং ভবিষ্যতের জন্য নিঃসন্দেহে দিকনির্দেশনামূলক। বিশেষ করে যারা মনোবিজ্ঞান বিষয়ে পড়তে বা গবেষণা করতে আগ্রহী তাদের জন্য এটি
অনবদ্য। থিংক লাইক এ সাইকোলজিস্টঃ মনোবিদের মতো ভাবুন গ্রন্থটি সামাজিক মিথস্ক্রিয়া ও বাক্যালাপ প্রশিক্ষক -প্যাট্রিক কিং -এর দীর্ঘ গবেষণার সমন্বিত উপস্থাপন। ইংরেজি ভাষায় লেখা এই বইটি বিশ্বব্যাপী বিশেষভাবে প্রশংসিত। আশরাফ মিঠু একজন মনোবিদ হবার সুবাদে সহজেই এই গবেষণাগ্রন্থের সাথে একাত্ম হতে পেরেছেন এবং অনুবাদক হিসেবে নিবিড় নিষ্ঠা আর যত্নের সাথে এর বিশুদ্ধতা রক্ষায় সচেষ্ট থেকেছেন। ভাষাগত পরিবর্তনের ক্ষেত্রে তিনি সহজ অথচ মার্জিত শব্দ প্রয়োগে সতর্কতা অবলম্বন করেছেন।
থিংক লাইক এ সাইকোলজিস্টঃ মনোবিদের মতো ভাবুন আশরাফ মিঠুর প্রথম অনুবাদগ্রন্থ হলেও গবেষণা, উপন্যাস, কবিতাসহ প্রকাশনা সংক্রান্ত নানাধরনের কাজের সাথে বহুবছর ধরেই তিনি জড়িত আছেন। আশা করা যায়, মনোবৈজ্ঞানিক দর্শন ও গবেষণায় এই অনুবাদগ্রন্থটি স্বল্পসময়ে সুপাঠ্য হয়ে উঠবে!
- নাম : থিংক লাইক এ সাইকোলজিস্ট
- লেখক: প্যাট্রিক কিং
- অনুবাদক: আশরাফ মিঠু
- প্রকাশনী: : এশিয়া পাবলিকেশন্স
- পৃষ্ঠা সংখ্যা : 128
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2025