
নীরব নক্ষত্রের দিনলিপি
সম্পাদকের অভিমত “নীরব নক্ষত্রের দিনলিপি শিরোনামেই যেন লুকিয়ে আছে এক গভীর প্রতিকী ব্যঞ্জনা। নক্ষত্র যেমন নীরব থেকে আলোক দেয়, তেমনি কবিও শব্দের অন্তরালে ব্যক্ত করে তার অনুভব, বেদনা, ভালোবাসা আর প্রতিবাদের ভাষা। এই যৌথ কাব্য সংকলনটি সেই সব নক্ষত্রসদৃশ কবিদের মিলনমেলা, যাঁরা আপন আপন কণ্ঠে, কিন্তু এক অভিন্ন হৃদয়সুরে তুলে এনেছেন সময়ের দিনলিপি সমাজ, মানুষ, রাষ্ট্র, প্রেম, স্মৃতি ও অস্তিত্বের বহুমাত্রিক প্রতিচ্ছবি। “নীরব নক্ষত্রের দিনলিপি” বইটি একটি আত্মঅনুসন্ধানী, সাহিত্যঘন এবং গভীর মানবিক অনুভূতিপূর্ণ রচনাসংকলন। এর বইটি হাতে পাওয়ার পর প্রথম যে কথাটি মনে হবে, তা হলো—এই বই নিছক লেখার নয়, এটি এক মননের প্রতিচ্ছবি। প্রতিটি লেখার পেছনে রয়েছে এক নিঃশব্দ নক্ষত্রের আলো, যে আলো পাঠকের আত্মায় আলোড়ন তোলে। এই সংকলনে লেখক যেভাবে একান্ত ব্যক্তিগত অনুভব, নিঃসঙ্গতা, বিস্ময় এবং উপলব্ধিকে শব্দের পরতে পরতে বুনেছেন, তা এক কথায় অনন্য। আমাদের যাপনের নৈঃশব্দ্যকে, নক্ষত্রের মতো দূরবর্তী অথচ দীপ্তিমান হয়ে উঠেছে লেখার ভাষায়। এই বই যেন সময়ের এক নীরব সাক্ষী, যেখানে পাঠকও নিজের অজান্তে নিজের আত্মজিজ্ঞাসার মুখোমুখি হয়। এটি কেবল সাহিত্যপ্রেমীদের নয়, আত্মঅনুসন্ধানী সকল পাঠকের নিকট এক প্রিয় পাঠ হয়ে উঠবে বলে আমাদের বিশ্বাস।
সম্পাদক এস ইসলাম সুজন সম্পাদকের অভিমত “নীরব নক্ষত্রের দিনলিপি” আকাশের অসীম নীলজুড়ে অসংখ্য নক্ষত্র জ্বলে থাকে; কেউ উজ্জ্বল, কেউ ম্লান, কেউ আবার চোখের আড়ালে থেকেও পাঠায় নিঃশব্দ কোনো বার্তা। তারা কথা বলে না, তবুও প্রতিটা রাত জুড়ে তারা সঙ্গ দেয় নিঃসঙ্গ হৃদয়ের। ঠিক তেমনই, আমাদের প্রতিদিনের জীবনের ভেতরেও লুকিয়ে থাকে কিছু নীরব মুহূর্ত যা ভাষাহীন, অথচ অনুভবের গভীরে বেজে চলে একেকটি জীবনসঙ্গীত। “নীরব নক্ষত্রের দিনলিপি” এটি শুধু কবিতা সংকলন নয় এখানে শব্দগুলো, ছায়া গল্পের মতো, আর সময় থেমে থাকে হৃদয়ের নির্জনে। এই দিনলিপি কেবল কাগজে লেখা কিছু বাক্য নয়। এটি এক একটি নক্ষত্রের মতোই, যার আলো বাইরে ঝলকায় না, বরং হৃদয়ের গভীরে আলতো ছোঁয়া দিয়ে যায়। এখানে আছে একাকীত্বের রূপকথা, নিঃশব্দ প্রেমের স্বপ্ন, হারিয়ে যাওয়া কারও জন্য দীর্ঘশ্বাস, কিংবা এমন কোনো অপেক্ষা; যার প্রহর কেউ দেখে না, কেউ বোঝে না।
জীবনের ব্যস্ত কোলাহলে এসব মুহূর্ত হয়তো হারিয়ে যায়, কিন্তু হৃদয় জানে, কোথায় জমে থাকে একফোঁটা নিরব আলো। এই গ্রন্থের প্রতিটি পৃষ্ঠা যেন এক একটি নক্ষত্র; নিরব, গভীর, অথচ আলো ছড়ানো। এখানে আছে শুধু নিঃশব্দ অভিমানের কুয়াশা আর স্মৃতির উষ্ণতা। যে পাঠক হৃদয়ের গভীর পথ ধরে হাঁটতে ভালোবাসে, সে-ই বুঝবে, কতটা গভীর ভাষা লুকিয়ে থাকে নীরবতার ভেতরে। এই লেখা একক কোনো কল্পনা নয়, এটি অনেক হৃদয়ের ছায়াপথ, যেখানে প্রতিটি অনুভব এক একটি নক্ষত্র হয়ে আলো দেয়। “নীরব নক্ষত্রের দিনলিপি” সেইসব মানুষের জন্য, যারা নীরবে ভালোবাসে, নীরবে স্বপ্ন দেখে, আর নীরবতার মাঝেই খুঁজে পায় জীবনের গভীরতম সৌন্দর্য। -সম্পাদক ইউ এ সূর্য।
- নাম : নীরব নক্ষত্রের দিনলিপি
- সম্পাদনা: এস ইসলাম সুজন
- প্রকাশনী: : ইচ্ছাশক্তি প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 80
- ভাষা : bangla
- ISBN : 9789849618805
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2025