 
            
    সুর লহরি
তোমারি দরবারে দয়াল
কান্দি গুনাগারে,
দীনের বন্ধু দয়ার সিন্ধু
ক্ষমা করো আমারে।
আমি কাঙাল দীনহীন গো
তুমি দয়ার ভাণ্ডার,
থাকে পূর্ণ হয় না শূন্য
সেই তোমারি দরবার,
তাড়াও যদি কাঙালেরে
আসবে বারে বারে
আমি অতি গুনাহগার গো
আছে তোমার জানা,
তোমার কাছে চাইতে ক্ষমা
নাই তো কোনো মানা,
তাই তো অধম গুনাহগারে
ডাকে বারে বারে
এই মিনতি তোমার তরে
তোমারি স্মরণে,
ঠেকাই মাথা সদাই যেন
তোমারি চরণে,
মুশকিলে পড়লে গো আমি
 ডাকি যেন তোমারে 
- নাম : সুর লহরি
- লেখক: মতিউর রহমান খান
- প্রকাশনী: : সাহিত্যদেশ
- পৃষ্ঠা সংখ্যা : 64
- ভাষা : bangla
- ISBN : 9789848069622
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2023
            লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন
        
        

 
  
                 
                 
                 
                 
                 
                 
            




