হৃদয়ে লেখা ডায়েরি
আমার বাবা-মা,
আজকের এই দিনে খুব মনের করছি তোমাদের।
‘মা, আম্মা, আম্মু, জননী ‘,
শব্দগুলোর সাথে কতোই না মমতা, আবেগ, স্নেহ, ভালোবাসা মাখা। এটাই সেই জানুয়ারি মাস, মাকে সুস্থ হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, সবকিছু শেষে মাকে হারালাম। একবুক ভরা কষ্ট ও হতাশা নিয়ে হাসিমুখে চলা যুবক আমি। তবুও মায়ের স্মৃতি চিহ্নটুকু খুঁজেছি অনেক, তাই মা ডেকে মনের কষ্টগুলো লাগব করার চেষ্টা করেছি। একবার মা বলে ডাক দিলে মনে হয় এই ডাকের সাথে যেনো বুকের ভেতর থাকা সকল কষ্ট বের হয়ে যায়। কিন্তু এটাতো জানুয়ারি মাস, কোন মা যেন আবার হসপিটালে। এই মাসেই জীবনের প্রথম একক বই প্রকাশের সিদ্ধান্ত নিলাম, তাই মাগো তোমায় খুব মনে পড়ছে।
প্রিয় আলো, খুব ভালোবেসে তোমাকে স্মরণ করছি , তোমাকে ভালোবাসি বলেই আমার কবিতা লেখার অনন্য পথযাত্রা । আমার খুব ইচ্ছে আমার বাকীটা জীবণ তোমার চোখের দিকে অপলক তাকিয়ে থেকে একের পর এক সাহিত্য সাধনা করা । আমার বন্ধু রাশেদ, আমার স্কুল জীবন থেকে যার সাথে আত্মার সখ্যতা , সবচেয়ে কাছের বন্ধু , নিজের পরিবার বাদে যার সাথে দীর্ঘসময় কাটাই ।
প্রেম বা ভালোবাসার সর্ম্পক হয়তো অবহেলা করলে ভেঙে যায়। কিন্তু বন্ধুত্ব কখনো ভেঙে যায়না , কারণ এটা হলো আত্মার সর্ম্পক ,এছাড়াও আমার বন্ধু রিমন, সবুজ আমার অন্যতম বন্ধু ও ছাত্র শাহাদাত হোসেন মুন্না ।
- নাম : হৃদয়ে লেখা ডায়েরি
- লেখক: শাফি আল মুজনাবীন
- প্রকাশনী: : নবপ্রত্যুষ প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 64
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2025





