নিশীথ সূর্যের রক্তরাগ
রুমানিয়ার কার্পেথিয়ান পর্বতে প্রাচীন ‘কান্তেলুল উমব্রেলর’ দুর্গে পা রাখে আর্ট হিস্টোরিয়ান নাভেলিয়া বেনেট। সে সম্মুখীন হয় দুর্গের মালিক, রহস্যময় এন্ড্রিক ভোলকভের। এন্ড্রিক দাবি করে, নাভেলিয়াই তার অভিশাপের প্রতীক, হারানো প্রেমিকা লুমিনিৎসা-এর পুনর্জন্ম।
এন্ড্রিকের সর্বগ্রাসী ‘ভালোবাসা’ নাভেলিয়াকে দেয় অমরত্বের বিষাক্ত অভিশাপ। দুই শতাব্দী ধরে সেই অভিশাপ থেকে পালিয়ে বেড়াচ্ছে নাভেলিয়া। আজ যার পরিচয় দুর্ধর্ষ ভ্যাম্পায়ার শিকারী হেলেনা। তার একমাত্র লক্ষ্য—এন্ড্রিককে ধ্বংস করা।
শিকাগোর অন্ধকারে হেলেনা দেখা পায় আরেক শিকারী, হৃদয়ক্ষত নিয়ে ঘুরে বেড়ানো আদ্রিয়ান ক্রিস্টোফ-এর। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা এই দুই শিকারী কি তবে একে অপরের মধ্যে খুঁজে নেবে নিরাময়কারী ভালোবাসা? নাকি এন্ড্রিকের ছায়া গ্রাস করবে তাদের শেষ আশাটুকুও?
রক্ত, অমরত্ব, এবং অধিকারবোধের এই খেলায় শেষ পর্যন্ত কে হবে শিকারী, আর কে হবে শিকার?





