 
            
    ঢাকার মুজিব মুজিবের ঢাকা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন বহুমাত্রিক। তাঁর রাজনৈতিক জীবনের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের প্রতিটি শহর-গ্রাম। ব্রিটিশ আমলে ভারতের কলকাতায় তাঁর রাজনৈতিক জীবনের একটি অংশ কেটেছে। পাকিস্তানেও তাঁর কর্মপরিসর বিস্তৃত ছিল। তবে তাঁর পরিব্যাপ্ত সংগ্রামময় জীবনের অনেক তথ্যই আজও অনুদঘটিত, অজ্ঞাত। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও কর্ম বহুব্যাপ্ত হলেও ঢাকা-বিশেষ করে, একসময়ে পুরান ঢাকাই ছিল তাঁর সব কাজের কেন্দ্রবিন্দু। ‘ঢাকার মুজিব মুজিবের ঢাকা’ বইতে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের সঙ্গে ঢাকা ও ঢাকাবাসীর সম্পর্ক তুলে ধরা হয়েছে। তবে জীবনের একটি পারম্পর্ষ থাকে। জীবনের ইতিহাস খণ্ডিত নয়। এ কারণেই এই বইতে বঙ্গবন্ধুর বাল্যকাল থেকে শুরু করে তাঁর পরিণত রাজনীতিবিদ হয়ে ওঠার বিবরণও দিয়েছেন লেখক।
গোপালগঞ্জের মিশন স্কুলের ছাত্র থাকা অবস্থায় শেখ মুজিব কীভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন, স্বেচ্ছাসেবক হিসেবে তাঁর কৌতুহলপ্রদ বিবরণ থেকে বোঝা যায়, নিয়তিই বোধহয় এই কিশোরের জীবনকে রাজনীতির সঙ্গে জড়িয়ে দিয়েছিল।শেখ মুজিবের কলকাতা পর্বের রাজনৈতিক তৎপরতা, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সান্নিধ্যে রাজনৈতিক প্রজ্ঞার উন্মেষ-এসব তথ্যের সাবলীল বিবরণ এই বইয়ের অন্যতম সম্পদ। তবে বিশেষ করে পুরান ঢাকার সঙ্গে শেখ মুজিবের সম্পর্ক, ঢাকার মানুষ কীভাবে তাঁর রাজনীতিকে সমর্থন-সহযোগিতা করেছেন এর বেশ কিছু অজ্ঞাত ও অনালোচিত তথ্যের জন্য এ বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জাতির পিতার শততম জন্মবার্ষিকীতে প্রকাশিত ‘ঢাকার মুজিব মুজিবের ঢাকা’ বইটি বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ইতিহাস অনুসন্ধানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবেই বিবেচিত হবে।
- নাম : ঢাকার মুজিব মুজিবের ঢাকা
- লেখক: জিল্লুর রহিম
- প্রকাশনী: : আগামী প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 128
- ভাষা : bangla
- ISBN : 9789840427802
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2021

 
  
                 
                 
                 
                 
                 
                 
            




