 
            
    যদি সে আসে গীতি শতদল
ওগো বনফুল ওগো, নামহারা ফুলবনের! এত সুরভি, এত মাধবী কোথায় পেলে! তুমি অজানা কোন ভুবনের! মেলে আছ পাপড়ি রঙিন স্বপ্ন-ভরা! তব নব যৌবন এত আয়োজন- সে কী মাতাল করা!
তোমারে ঘিরিয়া তাই এত গুঞ্জন পবনের! ফুটেছ বনে তুমি, তোমার নাম না জানি তোমার অঙ্গনে তুমি হাজার মনের রানি! তোমাদেরি জয়, ওগো, মায়াময়! গন্ধে মাতাল কর ঘন বনতল মর্মর সুর তোল- অলি গুঞ্জরণে।
- নাম : যদি সে আসে গীতি শতদল
- লেখক: ড. কালাম মীর
- প্রকাশনী: : সপ্তর্ষি প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 108
- ভাষা : bangla
- ISBN : 9789849970972
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2025
            লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন
        
        

 
  
                 
                 
                 
                 
                 
                 
            




