

আল্লাহর দিকে আহ্বান
“ঐ ব্যক্তি অপেক্ষা কথায় কে উত্তম যে আল্লাহর প্রতি মানুষকে আহবান করে, সৎকর্ম করে এবং বলে, আমি তো মুসলিমদের একজন।” [সুরা হা-মীম সেজদাহ: ৩৩] “তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানব জাতির (কল্যাণের) জন্য তোমাদের আবির্ভাব হয়েছে। তোমরা ন্যায়কার্যে আদেশ এবং অন্যায় কার্যে নিষেধ কর এবং আল্লাহতে বিশ্বাস কর।” [সুরা আল ইমরান: ১১০] আর যেন তোমাদের মধ্যে এমন একটি দল হয়, যারা কল্যাণের প্রতি আহবান করবে, ভাল কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে। আর তারাই সফলকাম। [সুরা আল ইমরান: ১০৪]
“তারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে এবং তারা ভাল কাজের আদেশ দেয় ও মন্দ কাজ থেকে নিষেধ করে। আর তারা কল্যাণকর কাজে দ্রুত ধাবিত হয় এবং তারা নেককারদের অন্তর্ভুক্ত।” [সুরা আল ইমরান: ১১৪] হাদিস শরীফে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন: যে ব্যক্তি সৎপথের দিকে ডাকবে সে তার অনুসারীর সমান সওয়াব পাবে, অথচ অনুসরণকারীর সওয়াব কমানো হবে না। অপরদিকে যে ব্যক্তি ভ্রষ্টতার দিকে ডাকবে সে তার অনুসারীর সমান পাপে জর্জরিত হবে, তার অনুসারীর পাপ মোটেও কমানো হবে না। (সুনানে আবু দাউদ, ৪৬০৯) মহান আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তাওফিক দান করুন। আমিন।
- নাম : আল্লাহর দিকে আহ্বান
- লেখক: ড. মুহাম্মদ বিন আব্দুর রহমান আল আরিফি
- প্রকাশনী: : দারুস সালাম বাংলাদেশ
- পৃষ্ঠা সংখ্যা : 118
- ভাষা : bangla
- ISBN : 9789849110330
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2020