দাদুর জন্য ছড়া
শিশুমনের ভুবন বড়ই রঙিন, সেখানে আছে হাসি, খেলা, দুষ্টুমি, কৌতূহল আর একটু একটু ভর্ৎসনাও। সেই ভুবনেই সঞ্জয় কুমার পালের ‘দাদুর জন্য ছড়া’ এক অনায়াস মায়ার দুনিয়া খুলে দেয়। বইয়ের প্রতিটি ছড়ায় আছে জীবনের ছোট্ট ছোট্ট গল্প, আমাদের সমাজ, আনন্দ-দুঃখ, শিক্ষা-বিনোদন, সতর্কতা-আবেগ; সব কিছুর পরশ। এই বইয়ের ছড়াগুলো ঠিক যেন হাতের মুঠোয় ধরে আনা বাংলা গ্রামের দিনযাপন।
ঢাকার ব্যস্ততা, চট্টগ্রামের স্মৃতি, গাজিপুরের প্রকৃতি, হাওরের কান্না, শিশুর দুষ্টুমি, খাবার-দাবার, পশুপাখির হাস্যরস, বন্ধুত্ব, ভয়, দুঃসাহস- সব মিলিয়ে অসংখ্য অনুভূতির রঙপুলকি। কখনো ‘দুখু মিয়া’ ছড়ায় শিশুরা আবিষ্কার করে বিদ্রোহী কবির শৈশব; কখনো ‘হবুচন্দ্র’তে মেলে অবাক হাসির গল্প। ‘আগুন নিয়ে খেলা’বা ‘ফাঁকিবাজ’ ছড়ায় আছে নরম সতর্কবার্তা। ‘বৃষ্টি ও মাছ’ মধুমাস’ তরমুজ’ বা ‘ময়ুর’ ছড়ায় ফুটে ওঠে প্রকৃতির রং। আবার ‘চঞ্চল শিশু আমজনতা বালুদস্যু হাওরের কান্না’এসব ছড়ায় সমাজবাস্তবতার সরল অথচ গভীর ছাপ। এই বইয়ের সবচাইতে আপন অংশ হলো দাদু- যিনি আছেন কখনো স্মৃতিতে, কখনো কল্পনায়, আবার কখনো ছড়ার ভেতরেই এক মমতাভরা চরিত্র হয়ে। শেষ ছড়াটিতে কবির স্বীকারোক্তি- দাদুকে যতটা মনে পড়ে, তার চেয়েও বেশি ছড়ার মধ্যেই তিনি বেঁচে ওঠেন। শিশুদের জন্য লেখা হলেও এই বইয়ের প্রতিটি পঙ্ক্তিতে বড়দের জন্যও আছে পুরোনো দিনের গন্ধ; দাদু-নাতির সম্পর্কের নিখাদ স্নেহ।
সঞ্জয় কুমার পাল ছড়াগুলো লিখেছেন একেবারে কথ্যভাষার মজায়, সহজ ছন্দে। কখনো কৌতুক, কখনো উপদেশ, কখনো শাসন- সব মিলিয়ে বইটি শিশুদের জন্য যেমন উপভোগ্য, তেমনি পরিবারের সবার জন্যও প্রিয় হয়ে ওঠার মতো। ছড়ার এই ছোট ছোট গল্পগুলো হয়তো একদিন আমাদের সকলের হৃদয়ে জায়গা করে নেবে ঠিক দাদুর গল্পের মতো। বইটি সব শিশুমনের কাছে পৌঁছে যাক- আর ছড়ার দুনিয়ায় দাদুরা বেঁচে থাকুক চিরদিন।
- নাম : দাদুর জন্য ছড়া
- লেখক: সঞ্জয় কুমার পাল
- প্রকাশনী: : প্রতিভা প্রকাশ
- পৃষ্ঠা সংখ্যা : 48
- ভাষা : bangla
- ISBN : 9789849965770
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2026





