
গল্পগুলো ইতিহাসের
সরসর করে একটা শব্দ হলাে যেনাে। বাতাসে পাতা কপার শব্দ এটা না । সামনের ঘাসবনটা নড়ছে। কোনাে প্রাণি আছে ওখানটায়। ঝােপের আড়াল থেকে আকা তাকিয়ে থাকে। ওর চোখ দুটো চিলের চোখের মতাে তীক্ষ্ণ হয়ে ওঠে। এখানে পায়ে পায়ে মৃত্যু। কোথাও গাছের বাকলের রঙের সাথে শরীর মিশিয়ে জড়িয়ে আছে সাপ। সুযােগ পেলেই ছােবল মারবে। কোনো গাছের ভালে ঘাপটি মেরে বসে আছে চিতা।
চোখের পলকে হলুদ ঝিলিক তুলে ঝাপিয়ে শরীর ফালা ফালা করে দেবে। এ বনে বেঁচে থাকতে হলে তাই প্রতিপদে সাবধানি হতে হয়। এ পাহাড়ে বেঁচে থাকতে হলে তাই লড়াই করে টিকে থাকতে হয়। ওদের দলের গুণীন বুড়ো রাতের বেলা আগুনের শিখার পাশে বসে তাই বলে, যারা লড়াই করতে পারবে শুধু তারাই বেঁচে থাকৰে। ঝড় আমাদের ঘর ভাঙে। ঝড় তাই শক্র। পাহাড় থেকে পাথর নামে গড়িয়ে।
লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন