
আমিই আমার নেতা
"আমিই আমার নেতা" বইয়ের ফ্ল্যাপের লেখা:
বয়সে আমরা যে যতটুকুই হই না কেন চিন্তার জায়গায় প্রত্যেককে বড় হতে হবে। এই বইটা আজ থেকে তােমাকে একটু একটু করে বড় করে তুলবে, মানসিকভাবে। তােমার চিন্তার ক্ষেত্রকে একটু একটু করে পরিপূর্ণ করে তুলবে। নেতৃত্বের পথে তােমাকে এগিয়ে নেবে। বইটি লেখা হয়েছে খুব সহজ ভাষায়। অত্যন্ত কঠিন ও গভীর বিষয়গুলােকে একেবারে সহজ, সাবলীলভাবে তুলে ধরা হয়েছে যাতে তুমি সহজে বুঝতে পার।
তাছাড়া নেতৃত্বের বিভিন্ন তত্ত্বের ওপর বেশি জোর না দিয়ে প্রাসঙ্গিক উদাহরণগুলাে একেকটা ঘটনা বা গল্পের আকারে তুলে ধরা হয়েছে যা তােমার চিন্তার জগতে অনুরণন তৈরি করবে। নেতৃত্বের এই প্রথম পাঠে আমরা জোর দিয়েছি নিজের চিন্তাভাবনা ও অভ্যাসগুলােকে শুধরে নিয়ে নিজেকে সঠিক পথে পরিচালিত করার ওপর। কেউ বলে দেবে বা শিখিয়ে দেবে- এই প্রত্যাশা থেকে বেরিয়ে এসে আমরা নিজেরাই নিজের জীবন গঠনের দায়িত্ব নেব। বইটির শিক্ষাগুলােকে আত্মস্থ করার মধ্য দিয়ে আমরা প্রতেকে নিজের দায়িত্ব নেব, নিজেই নিজের নেতা হয়ে উঠব।
- নাম : আমিই আমার নেতা
- লেখক: জাভেদ পারভেজ
- প্রকাশনী: : ছায়াবীথি
- পৃষ্ঠা সংখ্যা : 151
- ভাষা : bangla
- ISBN : 9789849335191
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2018