

রক্ষিতা আখ্যান কঙ্কুবাইন
কঙ্কুবাইন হল একটি প্রাচীন চাইনিজ প্রথা যেখানে বিবাহ ব্যতিরেকে একজন পুরুষ ও নারী একত্রে বসবাস করেন। অবিবাহিত পুরুষ এমনকি বিবাহিত পুরুষ ও স্ত্রীর পাশাপাশি একাধিক কঙ্কুবাইন রাখতে পারতেন। তৎকালীন সময়ে নারীদের খুবই সমান্য অধিকার ছিল। দারিদ্রতার কারণে অনেক পিতাই নিজ কন্যাকে প্রভাবশালী মানুষের কাছে বিক্রি করে দিতেন। মিং রাজাদের শাসনামলে নিষিদ্ধ শহরে ২০,০০০ এর বেশি কঙ্কুবাইনের থাকার কথা জানা যায়। রাজকীয় রক্তের পবিত্রতা রক্ষার্থে সম্রাট ব্যতীত এদের শয্যাসঙ্গিনী যাতে অন্য কেউ হতে না পারেন এদিকে দেখতেন খোজা প্রহরীরা।
পথে-পথে ষড়যন্ত্র, অবজ্ঞা হিংসা, নিষ্ঠুর প্রতিযোগিতা ইত্যাদি সকল বিষয়কে পাশ কাটিয়ে খুবই হাতেগোনা কয়েকজন হতে পারতেন সম্রাজ্ঞী কিংবা পরবর্তী সম্রাটের মাতা। তারা একবার প্রাসাদে প্রবেশ করলে বাইরের জগতের সাথে তাদের যোগাযোগ বন্ধ হয়ে যেত। ব্যক্তিগতভাবে সাক্ষাৎ কিংবা চিঠি আদান-প্রদান ও ছিল কঠোরভাবে নিয়ন্ত্রিত।
বিষয়টি এতই কঠোর ছিল যে কোন কঙ্কুবাইন অসুস্থ হলেও চিকিৎসক তাকে দেখতে পারতেন না বরং খোজার মুখের বর্ণনা অনুযায়ী পথ্য দিতেন। তারা ছিলেন সম্রাটের ব্যক্তিগত সম্পত্তি। তাই সম্রাটরা মারা যাবার পরে তাদের কবরে অনেক জীবিত কঙ্কুবাইনকে সমাধিস্থ করা হোত যাতে মৃত্যুর পর সম্রাটের আমোদ-প্রমোদের কমতি না থাকে। এই ঘৃণ্য প্রথা আজো সমাজে টিকে আছে নানা ধরনে, নানা নামে ।
- নাম : রক্ষিতা আখ্যান কঙ্কুবাইন
- লেখক: আশরাফ উল ময়েজ
- প্রকাশনী: : রোদেলা প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 239
- ভাষা : bangla
- ISBN : 9789849108580
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2015