

একজন রাজনৈতিক কর্মীর প্রতিচ্ছবি
'দিনগুলি মোর সোনার খাঁচায় রইলো না, সেই যে আমার নানা রঙের দিনগুলি'- ফেলে আসা দিনগুলোকে আমি এভাবে দেখি না কখনো। আমার শৈশব, কৈশোর, তারুণ্যের বর্ণিল দিনগুলো শুধু রঙিন নয়, তার চেয়ে বেশি কিছু। আমার ফেলে আসা দিন- জীবন থেকে তুলে নেয়া অসংখ্য গল্পের সমষ্টি, ইতিহাসের ধারাবাহিকতা। অন্তত আমার জন্য। এসব গল্পে মিশে আছে কৃষকের ঘাম, মানুষের ভালোবাসা, শ্রমিকের কালি মাখা হাত সর্বোপরি প্রচণ্ড গতিময় এক অস্তিত্ব, যার অপর নাম জীবন। যে জীবন বাঙালির সুখ-দুঃখ, হাসি-কান্না, রাজনৈতিক উত্থান-পতনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি খুব ঘনিষ্ঠভাবে দেখেছি সাধারণ মানুষের জীবন।
গ্রামবাংলার মানুষের হাসি- আনন্দ, দুঃখ-বেদনার আটপৌরে জীবনের সাথে নিবিড়ভাবে মিশেছি। মানুষের প্রতি মমত্ববোধ থেকেই রাজনীতিতে হাতেখড়ি, সেই স্কুল জীবনে।রাজনীতিই আমার একমাত্র কাজ। অন্য কোনো পেশা আমাকে আজো প্রলুব্ধ করতে পারেনি। রাজনীতিই আমার জীবন-ইতিহাস। আমার এ ইতিহাসের ধারাবাহিকতা থেকে আমি শিক্ষা নিতে শিখেছি, পরিচিত হয়েছি জীবনের বহু অজানা বাঁকের সাথে। আমার ফেলে আসা দিন, আমার শৈশব কৈশোর তারুণ্যের প্রতিটি ঘটনা, প্রতিটি ক্ষণ আমাকে উদ্বুদ্ধ করেছে জীবনের শাশ্বতবোধে।
আমি শিখেছি, সামান্য হলেও। এর ধারাবাহিকতায় শিখছি এখনো। আর তাই দিন নিয়ে আমার কোন দুঃখবোধ নেই, যদিও কখনো কখনো নস্টালজিয়া পেয়ে বসে, রোমন্থনে ফিরে আসে সে দিনগুলো।
- নাম : একজন রাজনৈতিক কর্মীর প্রতিচ্ছবি
- লেখক: মোনায়েম সরকার
- প্রকাশনী: : আগামী প্রকাশনী
- ভাষা : bangla
- ISBN : 9844017440
- প্রথম প্রকাশ: 2003