

তাযকেরাতুল আওলিয়া
হযরত শাহ্ বদর রহমতউল্লাহ আলায়হে সাহেবের প্রকৃত নাম “মাখদুম শাহ বদরুদ্দীন বদর আলেম জাহেদী”, তবে তিনি “শাহ বদর” নামেই বিশেষভাবে পরিচিত ছিলেন। তিনি যখন চট্টগ্রাম আগমন করেন তখন চট্টগ্রামের অবস্থা আজ কালের ন্যায় এমন ছিল না। বলাবাহুল্য ভৌগােলিক, অর্থনৈতিক কি রাজনৈতিক কোনটাই আজ-কালের ন্যায় ছিল না। বর্তমানে যে স্থানে চট্টগ্রাম শহর অবস্থিত এই স্থানটি ও চট্টগ্রাম শহরতলীর বিরাট অঞ্চল জুড়িয়া বন-জঙ্গলে পরিপূর্ণ ছিল । এমন কি বর্তমানেও শহর ও শহরতলীর স্থানে স্থানে পাহাড় ও পর্বত, বন-জঙ্গলের চিহ্ন দৃষ্ট হয়। এই সব পাহাড়-পর্বত ও বন-জঙ্গলে হিংস্র জীব-জন্তু জ্বিন-পরী, দেও-দানব, দৈত্য প্রভৃতির আবাস স্থান ছিল।
তাদের ভয়ে কেহ তথায় যাইত না। | তবে অত্র অঞ্চলে তখন গণেশ রায় নামক একজন রাজা রাজত্ব করিতেন। সম্ভবত তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। রাজা গণেশ বৌদ্ধ কি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন এ সম্বন্ধেও অনেকের মতভেদ আছে। যাহা হউক, রাজা গণেশ রায় সম্পর্কে আমি পরে আলােচনা করিব। এক্ষণে আমি কুতুবে জামানা, হাদীয়ে চট্টগ্রাম, শরীয়ত ও তরীকতের পথ প্রদর্শক হযরত শাহ বদর (র)-এর জীবন আলেখ্য সম্বন্ধে কিছু আলােচনা করিব।
- নাম : তাযকেরাতুল আওলিয়া
- লেখক: রশিদ আহমেদ
- প্রকাশনী: : শিরীন পাবলিকেশন্স
- পৃষ্ঠা সংখ্যা : 635
- ভাষা : bangla
- ISBN : 9848075348
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2012