বাঙালি জাতির মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু
মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ঘটনা। কোনাে কোনাে ইতিহাসবিদ বলেন, দু'হাজার বছর আগে বাঙালি জাতির মুক্তিসংগ্রামের গােড়াপত্তন হয়েছে। তাদের মতে দু'হাজার বছর পূর্বে কৈবর্ত বিদ্রোহের মাধ্যমে বাঙালি জাতির প্রথম মুক্তিসংগ্রাম শুরু। সেটা ছিল পাল আমলের কথা। তখন বাংলাদেশ নামের এ ভূখণ্ডে ছিল পাল রাজাদের শাসন। এটা অষ্টম শতকের ঘটনা। তখন এ ভূখণ্ডে বসবাসকারী আদি মানুষদের বলা হতাে কৈর্বত। তারা বেশির ভাগই পেশায় ছিল কৃষক। এই সকল সহজ সরল খেটে খাওয়া কৈবর্ত কৃষকরা শাসকদের কাছ থেকে নানাভাবে বঞ্চিত, প্রতারিত এবং অত্যাচারিত হতাে।
এই অত্যাচারিত কৈত জনগােষ্ঠীই ছিল এ ভূখণ্ডে বাঙালি জাতির আদি প্রতিনিধি। তারাই ছিল আমাদের পূর্বপুরুষ। অত্যাচার সইতে সইতে একদিন কৈর্বতরা ধৈর্যহারা হয়ে পড়ে। তারা নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদে সকলে একত্রিত হয়। হাতে তুলে নেয় দা, কুড়াল, লাঠি, বল্লম, ভােজালী, বর্শা, পাঁচা ইত্যাদি। দেশীয় অস্ত্রে সজ্জিত সশস্ত্র কৈবর্ত নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে একযােগে ঝাপিয়ে পড়ে শাসকগােষ্ঠীর ওপর। শুরু হয় সশস্ত্র সংগ্রামের।
সেই যে দু'হাজার বছর পূর্বে আমাদের পূর্ব পুরুষ কৈবর্তরা শুরু করেছিল সশস্ত্র সংগ্রাম, তারই পরিসমাপ্তি ঘটে ১৯৭১ সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে। বাঙালি জাতি লাভ করে পূর্ণ। স্বাধীনতা।
- নাম : বাঙালি জাতির মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু
 - লেখক: মোখলেস রাহমান
 - প্রকাশনী: : শিরীন পাবলিকেশন্স
 - পৃষ্ঠা সংখ্যা : 240
 - ভাষা : bangla
 - ISBN : 9789849011941
 - বান্ডিং : hard cover
 - প্রথম প্রকাশ: 2018
 

 
                
                
                
                
                
                
            



