হযরত হাসান বসরী (র.) হাসান বসরীর (রহ) জীবনী
আল্লাহর রাব্বুল ইজ্জত মানব জাতির মুক্তির রাস্তা দেখানাের জন্য যুগে যুগে নবী ও রাসূলদের প্রেরণ করেছেন। যার সূচনা হয়েছিল হযরত আদম (আঃ) হতে। আর যার পূর্ণতা ঘটে সর্বশেষ নবী আকায়ে নামদার তাজেদারে মদীনা হযরত মুহাম্মাদ (সাঃ) এর মাধ্যমে। নবী ও রাসূল পূর্ব যুগে প্রেরণ করা হত ধারাবাহিকভাবে একের পর এক জনকে নির্ধারণ করে। তাই তাে দেখা যেতাে নবী ও রাসূলের আগমন গােত্রভিত্তিক, এলাকা ভিত্তিক সর্বদাই বিরাজমান ছিল।
সেকালে কোন সম্প্রদায় বা কোন এলাকা বা কোন জনগােষ্ঠী কখনই নবীহীন অবস্থায় থাকেনি। বরং আল্লাহর পক্ষ হতেই নবুওয়াত ও রিসালাতের দায়িত্ব আঞ্জাম দেয়ার জন্য এক নবীর স্থলাভিসিক্ত হিসেবে অপর নবীকে নিযুক্ত করা হত। এ সিলসিলার ইতি টানা হয়েছে শেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর আগমনের মাধ্যমে। ওহে মুসলিম ভ্রাতৃবৃন্দ নিশ্চয় এখন আপনার মনে প্রশ্ন জাগে যে, তাহলে কি আমাদের ধর্ম প্রচারের জন্য কোন নবী বা রাসূলের (সাঃ) এর স্থলাভিষিক্তের প্রয়ােজন ছিল না? নিশ্চয় ছিল ।
যদি প্রয়ােজন থেকে থাকে তবে রাসূল (সাঃ) কে কেন খাতামুল আম্বিয়া বা সর্বশেষ নবী করে পাঠানাে হল। আর তারা কারা পরবর্তী স্থলাভিষিক্ত? আজ সেই প্রশ্নের জবাব নিয়েই লিখনী আরম্ভ করছি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) সর্বশেষ নবী এতে কোন সন্দেহের লেশ মাত্র নেই। যদি কেউ এতে এ ব্যাপারে কোনরূপ সন্দেহ পােষণ করে তবে তার
- নাম : হযরত হাসান বসরী (র.)
- লেখক: মাওলানা মাহমুদ হোসাইন
- অনুবাদক: মাওলানা মোহাম্মদ আবুল কালাম মাসূম
- প্রকাশনী: : মাহমুদ পাবলিকেশন্স
- পৃষ্ঠা সংখ্যা : 60
- ভাষা : bangla
- ISBN : 9848380436
- বান্ডিং : paperback
- প্রথম প্রকাশ: 2014
- শেষ প্রকাশ (4) : 2021