শূন্য শুধু শূন্য নয়
মানুষের ভেতরে এক বিশাল নীরবতার আকাশ আছে। সেই আকাশে জমে থাকে অগণিত না-বলা কথা, হারানো ভালোবাসা, অপূর্ণ স্বপ্ন আর অশ্রুর অদৃশ্য রেখা। আমরা ভিড়ের মধ্যে যতই বেঁচে থাকি না কেন, এই নীরবতার সঙ্গে আমাদের দেখা হয়ে যায় বারবার। “শূন্য শুধু শূন্য নয়” সেই নীরবতার ভাষা খুঁজে পাওয়ার এক ছোট্ট প্রয়াস।এ বইয়ে রয়েছে অনুকাব্য—যেন ছোট্ট অথচ গভীর শ্বাস, যা পাঠকের হৃদয়ে দীর্ঘ প্রতিধ্বনি তোলে।
আছে অনুগল্প—যা ক্ষণিকের আলোয় মানুষের আত্মাকে ভিজিয়ে দেয়, মনে করিয়ে দেয় জীবনের ক্ষুদ্র অথচ সত্যিকারের সৌন্দর্য। আর আছে দার্শনিক সংলাপ—যেখানে প্রতিটি প্রশ্ন খুলে দেয় আরেকটি দরজা, আর উত্তরগুলো রয়ে যায় নীরবতার ভেতরে।”শূন্য শুধু শূন্য নয়” কেবল শব্দের সমষ্টি নয়; এটি এক ভেতরের যাত্রা।প্রতিটি পৃষ্ঠা যেন থামিয়ে দেয় পাঠককে, দাঁড় করায় নিজের ভেতরের আয়নার সামনে, যেখানে আমরা হঠাৎ করেই চিনে ফেলি সেই মানুষটিকে—যে হয়তো এতদিন আমাদের ভেতরেই ছিল, কিন্তু অচেনা থেকে গিয়েছিল।এই বই কোনো উত্তর দেয় না, বরং শেখায় কিভাবে সুন্দরভাবে প্রশ্ন নিয়ে বাঁচতে হয়। কারণ, কখনো কখনো জীবনের সবচেয়ে গভীর সৌন্দর্য উত্তর খুঁজে পাওয়ার মধ্যে নয়, বরং উত্তরহীন প্রশ্নের নীরবতায়।যারা শূন্যতার ভেতরে পূর্ণতার আলো খুঁজতে চান, যারা নীরবতার ভেতরে অর্থ শুনতে চান, যারা নিজের ভেতরের সঙ্গে নতুন করে আলাপ করতে চান—এই বই তাদের জন্য।
- নাম : শূন্য শুধু শূন্য নয়
- লেখক: এনামুল হক ইবনে ইউসুফ
- প্রকাশনী: : হসন্ত প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 80
- ভাষা : bangla
- বান্ডিং : paperback
- প্রথম প্রকাশ: 2025





