

মহিলা সাহাবিদের ১০১ গল্প ও দু‘আ
“তাকে জান্নাতে মুক্তা নির্মিত একটি বাসস্থানের সুসংবাদ দান করুন।” - সহীহ আল-বুখারী। সাহাবীয়াতদের মধ্যে অর্থাৎ মহিলা সাহাবীদের মধ্যে (যে সকল রমণী আল্লাহর রাসূল মুহাম্মদ -কে দেখেছিলেন এবং তাঁর ওপর ঈমান এনেছিলেন) খাদিজা বিনতে খুওয়ালিদ ! ছিলেন বিশেষ মর্যাদায় সমাসীন। তিনি আল্লাহর রাসূল -এর প্রথম স্ত্রী ছিলেন এবং প্রথম মুসলমানও। আল্লাহ যখন তাঁর রাসূল -কে নবুয়ত দান করেন, তখন থেকে দীনের দাওয়াত দেওয়ার সময় কুরাইশদের তীব্র বিরোধিতার মুখে পড়লে এ মহীয়সী রমণীই আল্লাহর রাসূল -কে নানাভাবে সহায়তা করেছিলেন।
কুরাইশ এবং আরবের অন্যান্য গোত্রের লোকজন হযরত মুহাম্মদ #কে নানাভাবে নাজেহাল করলে এবং ভয়ানকভাবে নির্যাতন করলে খাদিজা ! তাঁর পাশে দাঁড়ান সুবিশাল পাথর খর ন্যায়। তিনি একজন বিশ্বস্ত জীবনসঙ্গিনী হিসেবে নিজেকে প্রমাণ করতে সক্ষম হন এবং আল্লাহ ও তাঁর রাসূল কে সন্তুষ্ট করার জন্য তাঁর পক্ষ থেকে সম্ভব সবকিছু করতে কুণ্ঠিত হননি। শুধু তাই নয়, তিনি মনেপ্রাণে দীনকে সমর্থন করেন। দোয়া: ّٰ َّٰ الل لُ تْنَاَّّٰمُه . خّْٰنَّسَحَفّٰىِقْلَخَّٰتْنَّسَح ّٰ ىِق হে আল্লাহ, আপনি আমাকে সুন্দর দেহ মোবারক দিয়েছেন। হে আল্লাহ, আপনি আমার আখলাক বা চরিত্রকেও সৌন্দর্যমত করুন। খাদিজার জন্ম হয় মক্কার সম্মানিত কুরাইশ বংশে। তাঁর পিতার নাম ছিল খুওয়ালিদ ইবনে আসাদ, যিনি মক্কার একজন মহৎপ্রাণ ব্যক্তি বলে সুবিদিত ছিলেন। আল্লাহর রাসূল
-কে বিবাহ করার আগে খাদিজা ! দু’বার বিবাহ করেন, তবে তাদের দু’জনই ইন্তেকাল করেন। তাঁর প্রথম স্বামীর নাম ছিল আবু হালা ইবনে জারারাহ। তাঁর মৃত্যুর পর তিনি আরেক ব্যবসায়ীকে বিবাহ করেন, যার নাম ছিল আতিক ইবনে আইদা, তিনিও বিবাহের কয়েক বছর পর ইন্তেকাল করেন। খাদিজার প্রথম ঘরে দু’পুত্রসন্তান এবং দ্বিতীয় ঘরে এক কন্যাসন্তান ছিল। মহৎপ্রাণ ও সম্মানিতা রমণী খাদিজা চরিত্র মাধুর্যে ছিলেন উন্নত এবং সে কারণে মক্কার লোকজন তাঁকে খুবই সম্মান করত।
- নাম : মহিলা সাহাবিদের ১০১ গল্প ও দু‘আ
- লেখক: মুহাম্মাদ খালিদ পারভেজ
- অনুবাদক: মুহাম্মদ শামীম আখতার
- প্রকাশনী: : দারুস সালাম বাংলাদেশ
- পৃষ্ঠা সংখ্যা : 208
- ভাষা : bangla
- ISBN : 9789849110026
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2018