
ভারত ভূখণ্ডে পর্তুগীজ
ভারত মহাসাগরে আধিপত্য বিস্তার করে গেছে পর্তুগিজরা। এ সময়ের মধ্যে কেবল একবারই তারা একটি বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে। এছাড়া বাদবাকি সময় বেশ আরামেই উপমহাদেশের লোকজনের ওপর খবরদারি করে গেছে তারা। ১৫১০ সালের ২৫ নভেম্বর পর্তুগিজরা আক্রমণ করে। প্রথম দফায় মান্দবী নদী ও পুরোনো গোয়ায় বিপুলসংখ্যক প্রতিরক্ষা বাগিনীর সৈন্য আটকা পড়ে ও মারা যায়। এরপর তারা আক্রমণ করে মূল শহরের দুর্গগুলোতেও। মেরে ফেলা হয় হাজার হাজার বিরোধীদলীয় সৈন্য। পর্তুগিজরা তখন ক্যাথলিক রীতিতে থ্যাংকসগিভিংয়ের মাধ্যমে বিজয় উদযাপন করে।
উদযাপন শেষ করে আলবুকার্ক নির্দেশ দেন অবশিষ্ট মুসলিমদেরও সমূলে নিধন করার। তিনদিন লাগে একে একে সব মুসলিমকে খুঁজে বের করে হত্যা করতে। রেহাই পায় না কেউই। মসজিদে নামাজরত অবস্থায়ও জীবন্ত পুড়িয়ে মারা হয় অনেক মুসলিম নারী, পুরুষ ও শিশুকে। শেষমেশ যুদ্ধে নিহতের পরিসংখ্যান দাঁড়ায় এমন: ৪০ জন পর্তুগিজ ও ৬ হাজার মুসলিম। আক্রমনের প্রধান প্রধান স্থান ছিল চট্টগ্রাম, খুলনা, চব্বিশ পরগণার উপকূল,নোয়াখালি, সন্দ্বীপ, বরিশাল। এসব জায়গায় পর্তুগিজদের ঘরবাড়িও ছিল। বাংলার জনগনের ওপর যুগে যুগে কম অত্যাচার হয়নি। আজ আর বাংলায় জলদস্যুর আক্রমন নেই। তবে দেশিও রাজনৈতিক নেতাদের ভূমিকা ভিনদেশি তস্করের চেয়ে কম নয়।
- নাম : ভারত ভূখণ্ডে পর্তুগীজ
- লেখক: শিবপ্রসাদ সমাদ্দর
- প্রকাশনী: : আকাশ
- পৃষ্ঠা সংখ্যা : 208
- ভাষা : bangla
- ISBN : 9789849797500
- বান্ডিং : hard cover