
গল্পের সাথে হেসেছিল গল্পগুলো
দৈনিক পত্রিকাগুলোতে প্রতি সপ্তাহে একটি রম্য পাতা বা ম্যাগাজিন প্রকাশিত হয়। এই সমস্ত পাতা বা ম্যাগাজিনের প্রকাশিত লেখাগুলো সর্ব সাধারণ উপযোগী করে প্রকাশিত হয়। এতে যারা নিয়মিত লিখছেন তাদের মধ্যে একজন উল্লেখযোগ্য লেখক মোহাম্মদ অয়েজুল হক। তিনি বাস্তব জীবনের নানা জঙ্গমতা আর বিচ্যুতিগুলোকে চিহ্নিত করে হাসি-ঠাট্টার ছলে গল্পগুলো লিখেছেন। ৬৪ পৃষ্ঠার এই বইটিতে ২০ টি রম্যগল্প সংকলন করা হয়েছে। নির্বাচিত সব গল্পগুলোই সমকাল, যুগান্তর, ইত্তেফাকের মতো দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোতে প্রকাশিত হয়েছে। সে হিসেবে এ গল্পগুলোর পাঠকরা লেখার মানের বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। সেই সাথে যারা পত্রিকায় এ গল্পগুলো পূর্বে পাঠ করছেন তাদের আনন্দ এই যে, গল্পগুলো একমালটে করে সংগ্রহ ও পুনঃপাঠ দেয়ার একটা সুযোগ করে দিয়েছেন মোহাম্মদ অয়েজুল হক। সাহিত্যের যে কতোগুলো শাখাপ্রশাখা রয়েছে তার মধ্যে রম্যগল্প খুবই একটি শক্তিশালী ও কার্যকরী শাখা। কেননা রম্য গল্পের মাধ্যমে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ত্রুটিবিচ্যুতিগুলো আকারে ইঙ্গিতে, হাসি-তামাসা করে প্রকাশ করা হয়।
এতে করে সেই সব ব্যক্তি বা প্রতিষ্ঠানের খুব দ্রুত টনক নড়ে। এ বইটিতে ঠিক তেমনি টনক নাড়িয়ে দেয়ার মতো গল্প রয়েছে। এলাকার প্রবীণ পাতি নেতার সম্মোধনগত সমস্যা নিয়ে একটি মজার গল্প ‘কেমন আছেন’ দিয়ে শুরু এ বইটি। ‘চাকরি বিক্রয় হইবে’ এ বইটির একটি উল্লেখযোগ্য গল্প। চাকরি প্রার্থীদের যে করুণ পরিণতি তার চিত্র আরও স্বকরুণভাবে ফুটিয়ে তুলেছেন এ গল্পে। এক, দুই থেকে সর্বোচ্চ তিন পৃষ্ঠার মধ্যে গল্পগুলোর পরিসর। বর্তমান সময়ে হাসি বা রম্যগল্পের নামে কিছু অসামঞ্জস্য বা অসংলগ্ন গল্প নানা জায়গায় চোখে পড়ে। যা পাঠকদের একটা বিরক্তি ও অনীহাভাব তৈরি করে। এক্ষেত্রে এ বইটির প্রতি গল্পই পাঠকে দেবে রম্য গল্প পাঠের স্বাদ ও নির্মল আনন্দ সেই সাথে বোধের উত্তাপও।
- নাম : গল্পের সাথে হেসেছিল গল্পগুলো
- লেখক: মোহাম্মদ অয়েজুল হক
- প্রকাশনী: : সাহিত্যদেশ
- পৃষ্ঠা সংখ্যা : 64
- ভাষা : bangla
- ISBN : 9789848069196
- প্রথম প্রকাশ: 2019