
উলামায়ে কেরামের সাথে বিদ্বেষ পোষনের ভয়াবহ পরিনতি
আখেরী নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে পৃথিবীর বুকে নবুওয়াতের সিলসিলা বন্ধ হয়ে যাওয়ার পরে রাসূলে আকরাম সা. উলামায়ে কেরামকে সমস্ত নবীদের ওয়ারিস তথা উত্তরাধিকারী ঘােষণা করেছেন। সমস্ত আম্বিয়ায়ে কেরামের যে যিম্মাদারী ছিল সেই যিম্মাদারীও উলামায়ে কেরামের সােপর্দ করেছেন আর সাধারণ লােকদেরকে নির্দেশ দিয়েছেন। উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে তাদের নিকট মাসআলা-মাসায়িল জিজ্ঞাসা করে করে আমল করার জন্য।
কুরআন এবং হাদীসের অসংখ্য জায়গায় উলামায়ে কেরামের ফযীলত ও বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে এবং তাদের সাথে হিংসা বিদ্বেষ পােষণ করা আর শক্রতা রাখাকে ধ্বংসের কারণ বলে উল্লেখ করা হয়েছে। যারা দ্বীন থেকে দূরে নামকে ওয়াস্তে মুসলমান কিংবা নাস্তিক মুরতাদ তারা তাে উলামায়ে কেরামের সাথে বিদ্বেষ পােষণ করে এবং তাদের সম্পর্কে অশালীন মন্তব্য করে নিজেদের আখেরাত বরবাদ করে এটা সকলের জানা এবং এটাই স্বাভাবিক।
কিন্তু বড় পরিতাপের বিষয় হল ইদানিং কিছু দ্বীনদার মানুষ যারা নিজেদের দ্বীনদার মনে করে এবং দ্বীনের মেহনতের সাথে কিছুটা জড়িত থাকার কারণে আত্মগর্ব অনুভব করতে থাকে তারা যেভাবে ব্যক্তি স্বার্থের কারণে উলামায়ে কেরাম সম্পর্কে লাগামহীন মন্তব্য করে চলেছে এবং অশালীন কটুক্তি করে চলেছে তা বড়ই উদ্বেগ জনক।
- নাম : উলামায়ে কেরামের সাথে বিদ্বেষ পোষনের ভয়াবহ পরিনতি
- লেখক: মুফতী মীযানুর রহমান কাসেমী
- প্রকাশনী: : আশরাফিয়া বুক হাউস
- পৃষ্ঠা সংখ্যা : 208
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2018