

মুসলিম উম্মাহর ইতিহাস ও উত্থান-পতনের কারণ বিশ্লষণ
আয়না যার সামনে দাঁড়ালে দেখা যায় নিজেকে।কিন্তু যদি সেই আয়নাটা হয় বিকৃত? যদি সেখানে দেখা যায় কেবল ছায়া, অথচ চেনা যায় না নিজের আসল চেহারা? ইতিহাস একটা জাতির আয়না।এই আয়নায় তাকিয়ে সে চিনে নিজের শিকড়, নিজের পরিচয়, নিজের সম্ভাবনা। আর যখন একটা জাতিকে দুর্বল করতে হয়, তাকে তার ইতিহাস থেকেই কেটে ফেলতে হয়।
শত্রুরা ঠিক সেটাই করেছে আমাদের সঙ্গে।ভুলে যেতে বাধ্য করেছে আমাদের শিকড়, গৌরব, ঐক্য ও নেতৃত্বের ইতিহাস।আজ মুসলিম উম্মাহ বিভক্ত। তারা স্মৃতি ভুলে বসেছে, দিক হারিয়েছে।পশ্চিমা বর্ণনাগুলোই হয়ে উঠেছে তাদের ইতিহাস। তারা নিজেদের চেনার পরিবর্তে, ওদের চোখ দিয়েই নিজেকে বিচার করছে।কেমন হয় যদি ভাঙা আয়নার বদলে আপনার সামনে তুলে ধরা হয় স্বচ্ছ এক আয়না। যেখানে আপনি নিজেকে দেখবেন সত্য রূপে।
হ্যাঁ প্রিয় পাঠক, ইফতেখার সিফাত লিখিত, রুহামা পাবলিকেশন প্রকাশিত মুসলিম উম্মাহর ইতিহাস ও উত্থান-পতনের কারণ বিশ্লেষণ নামক বইটিই আপনার সেই আয়না।এই বই ইতিহাসের এক ধারাবাহিক সেলাই আদম (আ.) থেকে আজকের সময় পর্যন্ত।এখানে আছে নবীদের সংগ্রাম, খেলাফতের উত্থান ও পতন, সাম্রাজ্যের বিস্তার ও বিলুপ্তিআর আছে আজকের মুসলিম বিশ্বের জটিল বাস্তবতা।
আপনি এই বইয়ে পাবেন গৌরবের ছাপ, একই সঙ্গে আত্মসমালোচনার জায়গা।পাবেন কীভাবে আমরা উঠে এসেছিলাম, কেন আমরা ধসে পড়লাম আর কোন পথে গেলে আবার দাঁড়াতে পারি মাথা উঁচু করে।এই বইটি আপনার জন্য সেই আয়না যার সামনে দাঁড়িয়ে আপনি নিজেকে দেখতে পাবেন, উম্মাহকে চিনতে পারবেনআর নিজের ভেতরের দায়িত্ববোধটা জাগিয়ে তুলতে পারবেন। এই বই আপনাকে চেনাবে উত্তরণের পথ ও নেতৃত্বের আসন। উম্মাহর তরে নিবেদিত সচেতন সৈনিক ও নাবিক হওয়ার পথে আপনার একান্ত সঙ্গী।ইতিহাস জানুন, নিজে জাগুন, উম্মাহকে জাগিয়ে তুলুন।
- নাম : মুসলিম উম্মাহর ইতিহাস ও উত্থান-পতনের কারণ বিশ্লষণ
- প্রকাশনী: : রুহামা পাবলিকেশন
- পৃষ্ঠা সংখ্যা : 584
- ভাষা : bangla
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2025