
সোজা হয়ে দাঁড়ানোর বিপ্লব
নগুগির 'দ্য আপরাইট রিভলিউশন' গল্পটি অনূদিত হয়েছে শতাধিক ভাষায়। বলা হয়ে থাকে, আফ্রিকার আর কোনো লেখাই এত বেশি ভাষায় অনূদিত হয়নি। গল্পটি প্রথমে ২০১৫ লেখা হয়েছিল গিকুয়ু ভাষায়, পরে লেখক নিজেই তা ইংরেজিতে অনুবাদ করেন। নগুগির এই গল্পে রূপকথা, উপকথা ও আফ্রিকার লোকগীতি মিলেমিশে একাকার হয়ে আছে। পরিবেশ, অন্যান্য প্রাণী এবং মানুষের মধ্যে যে নিবিড় সংযোগ তার ওপরই এই লেখায় জোর দিয়েছেন নগুগি। লেখাটি শিশুদের অন্যের প্রতি, জগৎ ও জীবনের প্রতি দায়িত্বশীল হতে শেখায়।
আফ্রিকার অন্যতম কথাসাহিত্যিক নগুগি ওয়া থিয়োঙও'র জন্ম ১৯৩৮ সালে কেনিয়ায়। সারা বিশ্বে সুপরিচিত তিনি। বসবাস করেছেন কেনিয়া, উগান্ডা, লেবানন, সুইডেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে। কেনিয়ায় ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে তছনছ হয়ে যায় নগুগির শৈশব। ব্রিটিশ সরকার তাদের জমি কেড়ে নেয়। কৃষক পরিবারের সন্তান নগুগি। ব্রিটিশদের বিরুদ্ধে মাও মাও আন্দোলনে জড়িত থাকার কারণে নগুগির দুই ভাই নিহত হন। নির্যাতনের শিকার হন তার মা। লেখালেখির কারণে নগুগিকে জেল, জুলুম ও নির্বাসনের মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রথমে ইংরেজিতে লেখালেখি শুরু করলেও পরে তিনি নিজের মাতৃভাষা গিকুযুতে লেখালেখি করতে থাকেন। এমনকি ঔপনিবেশিক নাম জেমস নগুগি বদলে নিজের নাম রাখেন নগুগি ওয়া থিয়োঙও।
গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধ মিলিয়ে তাঁর লেখালেখির জগৎ। শিশুদের জন্যও লিখেছেন অসাধারণ কিছু লেখা। বিশ্বের বহু পুরস্কার ও সম্মাননা ভূষিত হয়েছেন তিনি। অধ্যাপনা করেছেন বিশ্বের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে। বিশ্বের নাম করা অনেক বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক বিভিন্ন ডিগ্রিও প্রদান করেছে। নগুগি ওয়া থিয়োঙও ২০২৫ সালে ৮৭বছর বয়সে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় মৃতুবরণ করেন।
- নাম : সোজা হয়ে দাঁড়ানোর বিপ্লব
- অনুবাদক: ষড়ৈশ্বর্য মুহম্মদ
- লেখক: নগুগি ওয়া থিয়োঙ্গো
- প্রকাশনী: : উজান প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 32
- ভাষা : bangla
- ISBN : 978-984-29045-0-9
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2025