

হযরত আবুবকর
হযরত আবুবকর রা. ছিলেন প্রিয় নবী ﷺ এর সবচে নিকটজন সাহাবী। ইসলামের প্রথম খলিফা। আল কুরআনের মোহাফেজ। ভন্ড নবীদের উৎখাতকারী। ইসলামের প্রচার প্রসার ও রাষ্ট্রীয় ভিত্তি প্রদানের পুরোধা ও মহান মুজাহিদ। বিনয়ী, সৎ, দানশীল ও সত্যবাদী। ইসলামের ইতিহাসে নবী ﷺ এর পর তার কৃতিত্ব অন্যতম। ইসলাম প্রতিষ্ঠায় তার অবদানের ব্যাপকতা নিরুপণ করা অসম্ভব।হযরত আবুবকর রা. আমাদের প্রেরণার উৎস।
নববী জীবন গড়ার আনুপম নিদর্শন। সুতারং তার জীবন ও কর্মের সুশোভন পুষ্পঘ্রাণে আমাদের জীবন আলোড়িত হবেই। আর তাই, হযরত আবুবকরের জীবনী গভীরভাবে পাঠ করা আবশ্যক।কিংবদন্তি মুসলিম কবি ও গদ্যকার গোলাম মোস্তফা রহ. হযরত আবুবকর রা. জীবন ও কর্মের উপর এই গ্রন্থটি রচনা করেন৷ যা তার রচিত বিখ্যাত সীরাতগ্রন্থ “বিশ্বনবী” এর ধারায় রচিত। যুগ যুগ ধরে বাঙালী পাঠকের ঘরে ঘরে বইটি পঠিত হয়ে আসছে।
বইটির ধারাবর্ণনা কাব্যিক ঢঙের হৃদয়গ্রাহী ভাষায়, তথ্যবহুল।লেখক গ্রন্থটি সম্পর্কে বলেন…হযরত আবুবকরের জীবন ও চরিত্র যে কত মহান ও সুন্দর পূর্বে তাহা বুঝি নাই। এখন দৃঢ় কণ্ঠে বলিতে পারি, হযরত আবুবকরের জীবনী না পড়িলে রসূলুল্লাহর জীবনী পাঠ সম্পূর্ণ হয় না। ধ্বনির সহিত প্রতিধ্বনি থাকিলে যেমন ধ্বনির পূর্ণতা অনুভব করি, আদর্শের সহিত সার্থক অনুকৃতি দেখিলে যেমন আদর্শের পূর্ণতাই উপলব্ধি করি, সেইরূপ রসূল্লাহ্র পার্শ্বে তাঁহারই আদর্শে গঠিত হযরত আবুবকরকে দেখিলে রসূলুল্লাহ্ মহিমা ও সৌন্দর্যের কথাই বেশি করিয়া মনে পড়ে। হযরত আবুবকর ছিলেন সত্যই রসূলুল্লাহ্ মূর্তিমান ধ্বনি। হযরত আবুবকর যে বলিয়াছিলেন: “আমি আল্লাহ্ খলিফা নই, আমি রসূলের খলিফা এই কথা অতি সত্য।
- নাম : হযরত আবুবকর
- লেখক: গোলাম মোস্তফা
- প্রকাশনী: : তালবিয়া প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 184
- ভাষা : bangla
- ISBN : 978-984-29121-0-8
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2025