সর্বনামে ডাকি
অসাধারণ অদ্ভুত কিছু মুহূর্ত আছে এই উপন্যাসে। অবাক করা কিছু বর্ণনায় চরিত্রের হৃদয়গুলো চিঁড়ে চিঁড়ে দেখিয়েছেন কবি। মোমেন্টগুলোয় একদম ঢুকে পড়ে একাত্ম হয়ে যাওয়া যায়। চরিত্রগুলোতে মিশে যাওয়া যায়। মনে হবে কখনও কখনও এতো আমিই! এতো আমার চেনা পথের বা আমার যাপনের বা আমার কোন বন্ধুর যাপনই! অস্তিত্ববাদী উপন্যাস বললেই আমার হৃদয়ে ডুব দিয়ে মিশে যাই আলবেয়ার কামুর 'আউটসাইডার' এ।
মাসরুর আরেফিন এর "আগস্ট আবছায়া" ও আদতে অস্তিত্ববাদী উপন্যাস (যতই ১৫ আগস্ট, পৃথিবীর ক্রুরতার কথা আসুক), সৈয়দ ওয়ালীউল্লাহর কা়ঁদো নদী কাঁদোও অদ্ভুত সুন্দর অস্তিত্ববাদী উপন্যাস। এই ৩ টি বইয়ের কথা বললাম বোঝাতে যে 'সর্বনামে ডাকি' আমার কাছে উঁচু দরেরই অস্তিত্ববাদী উপন্যাস হিসেবে সার্থক ও পরিমিত। ইন্টারেস্টিং দিক হলো যেই বোর হয়ে যাব তখনই লেখক আমাকে ইউটার্ন করে নিয়ে আরেক মুহূর্ত সাজিয়ে দিয়েছেন। তাই বোর হওয়ার ঠিক মুহূ্র্তটার আগেই সরিয়ে সরিয়ে নেয়ায় কবির ইনভলভমেন্ট এই উপন্যাসে অতুলনীয় বোঝা যায় এবং নিজেই নিজের জন্য কঠিন করে ফেললেন কবি নতুন উপন্যাস লেখার যা ছাড়িয়ে যাওয়া কঠিন হবে 'সর্বনামে ডাকি'কে।
সর্বনামে ডাকি' এর মাধ্যমে কবি ইকতিজা আহসান ঔপন্যাসিক হিসেবে নতুন উচ্চতায় নিজেকে সামিল করলেন। 'সর্বনামে ডাকি' এর রেশ আমার চিরকালই থাকবে এবং আগামী কয়েকদিন প্রায়ই আশেপাশে ঘুরঘুর করবে জহির, সাদিক (না থাকলেও হতো বাট থাকুক), নারী হিসেবে শক্তিশালী ও জয়ী চরিত্র (আমার কাছে) শান্তা, রাসেল, অবনি, বাকি চরিত্রগুলোও।
- নাম : সর্বনামে ডাকি
- লেখক: ইকতিজা আহসান
- প্রকাশনী: : গ্রন্থিক প্রকাশন
- পৃষ্ঠা সংখ্যা : 224
- ভাষা : bangla
- ISBN : 9789849976363
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2025





