
বেহেশতী জেওর–১-৫ খন্ড উর্দু
প্রথম ঘটনা
রাসুল (স.) বলেন, কোনো এক ব্যক্তি কোনো এক মরু উদ্যানে উপস্থিত ছিল। হঠাৎ সে একখণ্ড মেঘমালা থেকে এ নির্দেশ শুনতে পেল, কে যেন বলছে যে, অমুক ব্যক্তির ফল বাগানে পানি বর্ষণ কর। এ নির্দেশের সাথে সাথে সেই মেঘমালাটি চলতে লাগল এবং একটি খরা ভূমির ওপর এসে মুষলধারে বৃষ্টি বর্ষণ করল। তারপর বৃষ্টির সমস্ত পানি একটি নালা দিয়ে প্রবাহিত হয়ে চলল। সে লোকটি পানির স্রোতের অনুসরণ করল। কিছু দূর গিয়ে সে দেখতে পেল যে, এক ব্যক্তি তার ফল বাগানে কোদাল দ্বারা আইল বেঁধে পানি নিয়ন্ত্রণ করছে এবং বাগানের এদিক ওদিক পানি ছড়িয়ে দিচ্ছে।
লোকটি বাগানের মালিককে জিজ্ঞেস করল, হে আল্লাহর বান্দা! আপনার নাম কি? উত্তরে লোকটি তার নাম বলল। দেখা গেল যে, এ নামটিই সে মেঘের মধ্য থেকে শুনেছিল। বাগানের মালিক তাকে জিজ্ঞেস করল, হে আল্লাহর বান্দা! আপনি আমার নাম জিজ্ঞেস করছেন কেন? লোকটি বলল, যে মেঘ থেকে এ পানি বর্ষিত হয়েছে, তার মধ্য থেকে আমি একটি নির্দেশ শুনতে পেয়েছি। যাতে আপনার নাম উচ্চারণ করে বলা হয়েছে যে, অমুকের ফলবাগানে পানি বর্ষণ কর।
আপনার কাছে আমার প্রশ্ন হল যে, আপনি এ বাগানে কি কাজ করেন, যার ফলে আল্লাহ তাআলার এত প্রিয়ভাজন হতে পারলেন? বাগানের মালিক বলল, আপনি যখন জিজ্ঞেস করলেন, তবে তো আপনার অনুরোধ রক্ষার্থে বলতেই হয় : আমি এ বাগানের সমস্ত উৎপন্ন ফসলের হিসাব করে তার এক তৃতীয়াংশ দান করে দেই এবং এক তৃতীয়াংশ আমার নিজের জন্য ও আমার পরিবার-পরিজনের জন্য সংরক্ষণ করি। আর অবশিষ্ট এক তৃতীয়াংশ পুনরায় এ বাগানের কাজে ব্যয় করি। (মুসলিম শরীফ, মিশকাত, পৃ. ১৬৫)
ফায়দা : সুবহানাল্লাহ! আল্লাহ তা’আলার কী অশেষ কৃপা! যে ব্যক্তি যথাযথভাবে আল্লাহর আনুগত্য করে আল্লাহ তা’আলা তার যাবতীয় কাজ কর্ম গায়েবী সাহায্য দ্বারা এমনভাবে ব্যবস্থা করে দেন যে, সে তা জানেও না। এটা নিঃসন্দেহে সত্য কথা যে, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তা’আলাও তার হয়ে যান।
- নাম : বেহেশতী জেওর–১-৫ খন্ড
- লেখক: হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.
- প্রকাশনী: : ফুলদানী প্রকাশনী
- পৃষ্ঠা সংখ্যা : 424
- ভাষা : urdu
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2024