 
            
    সংস্কৃতির যত শত্রু
এই বইটি অ্যান্টি-কালচারালিজম বা সংস্কৃতিতত্ত্ব-বিরোধিতার ওপর বাংলায় প্রথম প্রকাশনা। সংস্কৃতির শত্রু আছে, এই কথাটিই অনেকের কাছে অপ্রত্যাশিত, তাঁর ওপরে এই বইয়ের শিরোনাম একজন শত্রুর নয়, অনেক শত্রুর আভাস দিচ্ছে। 'সংস্কৃতি'র ওপর আক্রমণ করার প্রসঙ্গ উঠছে। কোনও কিছু আক্রান্ত হলে সেটার জৌলুস কমে যাওয়ার আশঙ্কা থাকে। এই আক্রমণের ফলে সংস্কৃতির উচ্চ অবস্থান কি আর রইবে? 
            লগ ইন করুন ও রিভিউ যুক্ত করুন
        
        

 
  
                 
                 
                 
                 
                 
                 
            




