০১ ফেব্রুয়ারি ১৯৬৫ জন্ম গ্রহণ করেন। ময়মন- সিংহ জেলার নান্দাইল উপজেলার বিরাশী গ্রামে তার স্থায়ী নিবাস। তার পিতা শামাউন মল্লিক এবং মাতা ফিরোজা বেগম। সরকার হুমায়ুন পেশায় একজন প্রকৌশলী। বিজ্ঞান লেখক হিসেবে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেছেন। তিনি বিজ্ঞান ছড়া, অনুবাদ, শিশুতোষ গল্প ইত্যাদি বিষয়ে লেখালেখি করেন। স্ত্রী সাজ্জাত-ই-জান্নাত হালিমা, পূত্র শামাউন মল্লিক হিমেল ও সামিউন মল্লিক পরশকে নিয়ে সরকার হুমায়ুন ঢাকায় বসবাস করেন। ফটোক্রেডিট সামিউন মল্লিক পরশ