বেগম জাহান আরা

বেগম জাহান আরা

বেগম জাহান আরা

পরিচিতি:

বেগম জাহান আরা- একজন সফল শিক্ষক, কথাসাহিত্যিক এবং ভাষাবিজ্ঞানী। ১৯৫২ সালে রাজশাহীর ভাষা আন্দোলনে মিটিং মিছিলে অংশ নেন। গবেষণাধর্মী লেখা শুরু পুনেতে অধ্যয়ন কালে। দেশে ফিরে বাংলাভাষা শেখার বই, পাশাপাশি বিভিন্ন বিষয়ে প্রবন্ধ, গল্প এবং উপন্যাস লেখেন। বিদেশিদের জন্য তাঁর প্রথম বই ‘বাংলাদেশের কথা’ প্রকাশ ১৯৭৯। প্রথম উপন্যাস ‘অয়নাংশ’ ১৯৮৫। বর্তমানে তিনি শতাধিক গ্রন্থপ্রণেতা। তাঁর জন্ম ১৩ সেপ্টেম্বর, ১৯৩৭ খ্রি; দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায়। বাবা মুহাম্মদ আজিজুর রহমানের চাকরির সুবাদে দিনাজপুরে ছিলেন। মা হাসিনা খাতুন বই পড়তে ভালোবাসতেন। তারপর শিশুকালেই চলে আসেন বাবার স্থায়ি বাসা রাজশাহী সদরের হাতেম খান পাড়ায়। ধর্মপরায়ণ পরিবারে সাত ভাইয়ের এক বোন বেগম জাহান আরা। একান্নবর্তি পরিবারে কেটেছে সহজ সরল জীবন। তাঁর বাবার বাড়িতে নিয়মিত গানের চর্চা ছিলো। শিক্ষা জীবন: রাজশাহী জুনিয়র মাদ্রাসা থেকে ক্লাস সিক্স পাশ করেন। তারপর ভর্তি হন রাজশাহী পিএন উচ্চ বালিকা বিদ্যালয়ে। ম্যাট্রিক পরীক্ষা শেষ হতেই বিয়ে হয়ে যায়। প্রতিকুল পরিবেশে সংসার সন্তান সামলে ১৯৫৫ সালে প্রাইভেট পরীক্ষা দিয়ে পাশ করেন আইএ। ১৩ বছর বিরতির পর ১৯৬৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে দ্বিতীয় বিভাগে বিএ পাশ করেন (মেধা তালিকায় মেয়েদের মধ্যে প্রথম, প্রথম বিভাগ কেউ পায়নি)। ১৯৭৩ সালে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান অধিকার করে (বাংলায় প্রফিশিয়েন্সি) বি এড পাশ করেন। ১৯৭৪ সালে (১৯৭২-এর ব্যাচ) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে এম এ ডিগ্রি অর্জন করেন। ১৯৮০ সালে ভারতের পুনে বিশ্ববিদ্যালয় থেকে ভাষাবিজ্ঞানে এমএ (এক বছর মেয়াদী) এবং ১৯৮২ সালে ভাষাবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন (ফল প্রকাশিত হয় ১৯৮৪ সালে)। তাঁর থিসিসের বিষয় ছিলো ‘প্রোনোমিনাল ইউসেজ এন্ড এপেলেটিভস ইন বাংলা’। এছাড়াও ১৯৭৭ সালে আধুনিক ভাষা ইনস্টিটিউট পরিচালিত জাপানি শর্ট কোর্স; ১৯৮২-৮৩ সালে পুনেতে এসপেরান্তো ভাষায় জুনিয়র সার্টিফিকেট (শর্ট কোর্স)। ১৯৮৭ সালে জার্মান কালচারাল ইনস্টিটিউট, ঢাকা, থেকে জার্মান ভাষায় জুনিয়র সার্টিফিকেট এবং ১৯৮৮ সালে জার্মান ভাষার ‘সিনিয়র সার্টিফিকেট ‘কোর্স সমাপ্ত করেন। স্কুলে সঙ্গীত ছিলো তাঁর অন্যতম বিষয়। ম্যাট্রিকে ততকালীন পুর্ব পাকিস্তানে ঢাকায় অনুষ্ঠিত পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেন। কর্মজীবন: ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে শিক্ষক পদে যোগ দেন, ১৯৮৮ খ্রি. সহযোগী অধ্যাপক, ১৯৯৩ খ্রি. অধ্যাপক পদে উন্নতি লাভ করেন, ২০০১ খ্রি. অবসরে যান। ১৯৭৬-৭৯ সালে ‘জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যসূচি প্রনয়ন (ন্যাশনাল কারিকুলাম কমিটি) কমিটিতে’ বাংলা ভাষা বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। ১৯৮৩-৮৭ ‘বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থা’র জেনারেল সেক্রেটারি ছিলেন। ১৯৮৫ সালে বিশ্ব নারী সম্মেলনে নাইরোবিতে (কেনিয়া) যোগ দেন। ১৯৮৭ সালে সার্ক নারী হস্তশিল্প প্রদর্শনীতে সরকারি প্রতিনিধি হিসেবে মালদ্বীপ যান। ১৯৯২ খ্রি. কলকতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপে যান ১৬টা লেকচার দেন, রবীন্দ্রভারতী এবং কলকতা বিশ্ববিদ্যালয়ে লেকচার দেন, হায়দ্রাবাদে আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেন। ১৯৯৩ খ্রি. বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ইংলিশ স্পিচ কম্পিটিশিনে দলনেতা হিসেবে বস্টনে যান। একই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়য় ডেবেটিং সোসাইটির পক্ষ থেকে ছাত্রদের নিয়ে কুয়ালালামপুরে যান। ১৯৯৪ সালে আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক পদে দায়িত্ব পালন করেন। ১৯৯৩-৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘কুয়েত মৈত্রী’ হলে প্রোভস্টের দায়িত্ব পালন করেন। ১৯৯৪-১৯৯৬ সালে চিন সরকারের আমন্ত্রণে বেইজিংএ ‘চিন আন্তর্জাতিক বেতারে’র বাংলা প্রোগ্রামে বিদেশি বিশেষজ্ঞ হিসেবে কাজ করেন। ১৯৯৫-৯৬ সালে বেইজিং ব্রডকাস্টিং ইনস্টিটিউটে (বর্তমানে বিশ্ববিদ্যালয়) চিনা ছাত্রদের বাংলাভাষা পড়ান। ২০০০সালে দক্ষিণ কোরিয়ার সাউলে ‘খইখা’(কঙওকঅ) প্রোগ্রামে, কোরিয়ান সরকারের আমন্ত্রণে বাংলা ভাষার শিক্ষক হিসেবে কাজ করেন। ২০০১-২০০২ (এক বছর) ‘বাংলাদেশ শিশু একাডেমি’র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। শ্রীলঙ্কা এবং ব্যাংককে সরকারি প্রতিনিধি হিসেবে শিশু সংক্রান্ত দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেন। ২০০৭-২০১৪ পর্যন্ত একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে (ইউল্যাব) অ্যাডজাংট প্রফেসর হিসেবে শিক্ষকতা করেন। ১৯৭২-২০১৬ সাল পর্যন্ত রেডিও এবং টেলিভিশনের অসংখ্য অনুষ্ঠান পরিচালনাসহ গান গেয়েছেন। কর্মজীবনে বহু জাতীয় এবং আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধপাঠ করেন। সরকারের ডেলিগেট হয়ে ভারতসহ কয়েকটা দেশে প্রতিনিধিত্ব করেছেন। বর্ণাঢ্য কর্মজীবনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। সাংবাদিকতা করেছেন প্রায় ৮ বছর। ১৯৭০ সালে, সোনার বাংলা’ সাপ্তাহিকে মহিলা পাতার সম্পাদক। বাংলার বাণীতে ১৯৭৩-৭৫ অগাস্ট পর্যন্ত সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দৈনিক সংবাদে ১৯৭৫-১৯৭৯ পর্যন্ত মহিলা পাতার সম্পাদনা করেছেন। বিভিন্ন পত্র পত্রিকায় এখনও উপসম্পাদকীয় এবং সাহিত্য পাতায় লেখেন। কয়েকটা অন-লাইন পত্রিকায় লেখেন। পুরস্কার: ভাষাবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাবিজ্ঞানী হিসেবে স্বীকৃতি স্বরূপ ক্রেস্ট সম্মাননা; কথাসাহিত্যে স্বর্ণপদক, দেওয়ান মো. আজরফ ফাউন্ডেশন; সাহিত্যে লেখিকা সংঘ পদক; সাহিত্যে স্বর্ণপদক, কেন্দ্রীয় লালন পরিষদ, ঢাকা; ভাষা সৈনিক পুরস্কার, বঙ্গমাতা পরিষদ; সাহিত্যে ‘কমর মুশতারী স্মৃতি’ পুরস্কার; ‘চয়ন’ সাহিত্য পুরস্কার; সঙ্গীতে ১০টি স্বর্ণপদক এবং ২০টি রৌপ্যপদক। ৪. প্রকাশিত গ্রন্থাবলী: উপন্যাস: ১) অয়নাংশ (১ম খন্ড) ২) অয়নাংশের অন্য কথা (২য় খন্ড) ৩) অয়নাংশের মনীরা: যুদ্ধ দিন রাত (৩য় খন্ড) ৪) অয়নাংশঃ মনীরার পথ চলা(৪র্থ খন্ড) ৫) প্রান্তিক তমসায় ৬) আর কতো দুর ৭) আপন অন্তরালে ৮) পথ বেঁধে দিলো গ্রন্থি ৯) জীবনের অথৈ নদি ১০) প্রজন্ম ১১) নদি বয়ে যায় ১২) প্রবাসের দিন রাত ১৩) রহমান তালুকদার পরিবারের ইতিকথা ১৪) ফেইস বুক ১৫) ফুল ফোটানোর খেলা ১৬) চোরাবালি ১৭) গাঙচিলের গান ১৮) অভিবাসী *আইডিয়া প্রকাশন ২০২১ ১৯) অয়নাংশ সমগ্র (সাগা উপন্যাস) ২০) A Fragment of a Journey (অয়নাংশ ১ম খন্ড, ইংরেজি অনুবাদ) ২১) অয়নাংশ (১ম খন্ড, মারাঠি অনুবাদ) ২২) অয়নাংশ (২য় খন্ড, মারাঠি অনুবাদ) ২৩) পরম্পরা (যন্ত্রস্থ) ২৪) কতো অচেনারে *আইডিয়া প্রকাশন ২০২১ ২৫) উজান-ভাটি *আইডিয়া প্রকাশন ২০২২ গবেষণা গ্রন্থঃ ১) প্রোনোমিন্যাল ইউসেজ এন্ড এপেলেটিভস ইন বাংলা (ইংরেজি বই) ২) বাংলা সর্বনামঃ ব্যাবহারে ও সম্বোধনে ৩) বাংলা উচ্চারণ বিধি ও রীতি(১২ তম সং) ৪) সর্বস্তরে বাংলাভাষা এবং আমরা ৫) আলাপচারিতার ভাষা ৬) ভাষা ও জীবনচারিতা ৭) বাংলাভাষার বাংলাদেশ ৮) প্রমিত বাংলা ৯) আ-মরি বাংলা ভাষা ১০) বাংলা সাহিত্য ও সংস্কৃতির সংক্ষিপ্ত ইতিহাস ১১) বাংলা সাহিত্যে লেখিকাদের অবদান ১২) ভাষাতত্বঃ বাংলাভাষা প্রসঙ্গ ১৩) বাংলাভাষা সংস্কার যুগে যুগে ১৪) প্রমিত বাংলা বানান সমাচার ১৫) প্রমিত বাংলাভাষার বাংলা বানান ১৬) প্রমিত বাংলা বানান সংস্কার ২০১২: কিছু কথা ১৭) সুফি সাধনার ধারায় বারোশরিফ ১৮) শিশুদের বাংলা ব্যাকরণ (২য় ও ৩য় শ্রেণির জন্য) ১৯) বাংলা ব্যাকরণ ও রচনার প্রথম পাঠ (৪র্থ ও ৫ম শ্রেণির জন্য) ২০) প্রাথমিক বাংলা ব্যাকরণ (বিদেশিদের জন্য) ২১) বাংলাদেশের নারী: সংক্ষিপ্ত পরিপ্রেক্ষিত ২২) ব্যাবহারিক প্রমিত বাংলা ব্যাকরণ (যন্ত্রস্থ) ২৩) প্রমিত বাংলা বানান: সমস্যা প্রসঙ্গ *আইডিয়া প্রকাশন ২০২০ ২৪) চর্যাপদের শব্দরূপ কাঠামো (এশিয়াটিক সোসাইটিতে পঠিত) ২৫) সুবচন (কিশোরদের উচ্চারণের নাটক) ছোটো গল্পগ্রন্থঃ ১) ইডিপাস ২) পরিণত জীবনের প্রেম ৩) এক ডজন প্রেমের গল্প ৪) দেশি বিদেশি গল্প ৫) এতো যে ভালোবেসেছি ৬) তবুও জীবন ৭) ভার্চুয়াল প্রেম *আইডিয়া প্রকাশন ২০২২ * ৬০/৬৫ গল্প পত্র পত্রিকায় প্রকাশিত এবং ৩০/৪০ গল্প অপ্রকাশিত শিশু ও কিশোর গ্রন্থঃ ১) তুষ্ট খোকার প্রিয় কাকু ২) বোম্বার গল্প ৩) দুখু মিয়া থেকে কবি নজরুল ৪) সুন উখোং (৩৪ পর্বের চিনা গল্পের সংক্ষিপ্ত গল্পরুপ) ৫) সখের কাজে ওজন নেই ৬) ছোটোদের নির্বাচিত গল্পসল্প ৭) কাটুম কুটুম ছা (হাইকুর ছাঁদে) ৮) তিন লাইনের ছড়া (হাইকুর ছাঁদে) ৯) চিনিপাতা দই (হাইকুর ছাঁদে) ১০) সুবচন (কিশোরদের উচ্চারনের নাটক, ১২ পর্ব) ১১) পুতুল কন্যার জন্মদিনে ১২) কমল দিঘির গান ১৩) এসো এসো পান্ডা বন্ধু ১৪) ছড়া আর ছড়া ১৫) হরেক ভাবের তানকা ১৬) ছড়ায় ছড়ায় ধাঁধা পাঠ্যবই, ক্যাসেট ও সিডিঃ ১) বাংলা পড়া(বিদেশিদের জন্য) ২) বাংলাদেশের কথা(বিদেশিদের জন্য) ৩) Bangla for Foreigners(সিডিসহ) ৪) প্রমিত বাংলা উচ্চারনের ক্যাসেট, ১, ২, ৩ ৫) প্রমিত বাংলা উচ্চারনের সিডি, ১ টি ৬) বাংলা বই, এইচ এস সি-র জন্য, ২ টি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ৭) বাংলা-চিনা পাঠ্যবই, প্রথম পাঠ ৮) বাংলা-চিনা পাঠ্যবই, দ্বিতিয় পাঠ হাইকুঃ ১) বাংলা হাইকু ২) প্রেমের হাইকু ৩) ভ্যালেন্টিনের হাইকু, (হ্যান্ড বুক, ছোট্টো, ১৬টা হাইকু নিয়ে ১, ২, ৩, ৪, ৫টা বই) ৪) একুশের হাইকু, ১, ২ অনুবাদ: ১) দুনিয়া এভাবেই চলে(The way of the World) ২) তির্থযাত্রা (The Pilgrimage) ৩) আমার ভাগ্যলেখা(My Destiny) ভ্রমণ: ১) আমার চোখে মহাচিন, প্রথম খন্ড ২) বন্দিনী সীতার দেশে বিবিধ গ্রন্থ: ১) জাগো মাতা কন্যা (পত্র পত্রিকায় প্রকাশিত লেখা নিবন্ধ) ২) মানুষ মানুষের জন্য (পত্র পত্রিকায় প্রকাশিত লেখা নিবন্ধ) ৩) বেগম রোকেয়া রচনাবলি: নারী মুক্তি প্রসঙ্গ (পত্র পত্রিকায় প্রকাশিত লেখা) ৪) সময়ের যত কথা (পত্র পত্রিকায় প্রকাশিত লেখা) সম্পাদনা: ১) আকাশের রাজধানী ও অন্যান্য কবিতা (পাবলো নেরুদার কবিতা) ২) বৃহত্তর জীবনের দিকে (কবিতা) ৩) লাওচি, চিনা গ্রন্থের অনুবাদ (অনুবাদক, চাং চিন্নুয়ান) ৪) তিন রত্ন, চিনা গ্রন্থের অনুবাদ (অনুবাদক, চাং চিন্নুয়ান) ৫) তিন রাজ্য, চিনা গ্রন্থের অনুবাদ (অনুবাদক, চাং চিন্নুয়ান) ৬) ভোরের আলোয় আমরা কজন (ছোটোগল্প সংকলন) ৭) শিশু (জাতীয় গ্রন্থবর্ষ, ২০০২ উপলক্ষে ১০০টি বই)

অনুসন্ধান:

ক্যাটাগরি:

প্রকাশনী:

মোট 2 টি পণ্য

25% ছাড়

নদী বয়ে যায়

নদী বয়ে যায়

৳ 113 ৳ 150
বেগম জাহান আরা

35% ছাড়

প্রমিত বাঙলা বানান : সমস্যা প্রসঙ্গ

সঠিক মূল্য

সকল পণ্য তুলনামূলকভাবে বাজারের সমমূল্যে বা এর চেয়ে কম মূল্যে বিক্রয় করা হয়

ডেলিভারী

বাংলাদেশের যে-কোন প্রান্তে ২-৫ দিনের মধ্যে পণ্য পৌঁছে দেয়া হয়

নিরাপদ পেমেন্ট

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ পেমেন্ট পদ্ধতি মাধ্যমে পেমেন্টের সুযোগ

২৪/৭ কাস্টমার কেয়ার

সার্বক্ষণিক কেনাকাটার জন্য সার্বক্ষণিক সহায়তা
পণ্যটি সফলভাবে কার্টে যুক্ত হয়েছে     কার্ট দেখুন