ইসলামে আগত একজন নওমুসলিম বক্তা, প্রশিক্ষক ও লেখক। জন্ম আমেরিকার এক সংস্কারবাদী খ্রিষ্টান পরিবারে। পড়াশোনা করেছেন মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে। ইতিহাস, বিশেষত ইসলামের ইতিহাস ও ঐতিহ্য তাঁর আগ্রহের বিষয়। ছিলেন ইসলামিক ফাউন্ডেশন অব নর্থ আমেরিকার প্রধান নির্বাহী। অসংখ্য গ্রন্থ ও গবেষণা প্রবন্ধ রচনার পাশাপাশি তিনি নব্বইয়ের দশকে গড়ে তুলেছিলেন 'আমিরাহ পাবলিশিং' নামে একটি প্রকাশনা সংস্থা । 'Complete Idiot's Guide to Understanding Islam, Critical Lives: Muhammad, What Islam is all about' তাঁর বহুল পঠিত জনপ্রিয় রচনাসমূহের মধ্যে অন্যতম।
‘ইসলাম : অ্যা কমপ্লিট কোর্স ফর বিগেনারস' বইটি তাঁর বিখ্যাত গ্রন্থ 'What Islam is all about -এর বাংলা অনুবাদ।