মাওলানা সাইয়্যিদ মানাযির আহ্সান গিলানী রহ. ১৮৯২ সালে বিহারের নালন্দা জেলার একটি ছোট্ট গ্রাম গিলানে জন্মগ্রহণ করেন। নিজ পিতৃব্য হাজী সাইয়্যিদ আবুন নাসর-এর নিকট প্রাথমিক শিক্ষা লাভ করেন। তারপর তিনি হাকিম বরকত আহমাদ রহ.-এর নিকট রাজস্থানের টঙ্কে ছয় বছর পড়াশোনা করেন। দারুল উলুম দেওবন্দে (১৩১১-১৩৩২ হি.) তিনি শাইখুল হিন্দ মাহমুদুল হাসান রহ.-এর কাছে সহীহ বুখারী ও সুনান আত-তিরমিজী অধ্যয়ন করেন এবং তাকেই নিজের আধ্যাত্মিক শায়েখ হিসাবে গ্রহণ করেন। তিনি মাওলানা আনোয়ার শাহ কাশ্মিরি রহ.-এর নিকট সহিহ মুসলিম নিয়ে পড়াশোনা করেছিলেন। শিক্ষা সমাপনান্তে দারুল উলূম দেওবন্দের মুখপাত্র আল কাসিম পত্রিকার সম্পাদক পদে দায়িত্বপ্রাপ্ত হন। কয়েক বছর পর হায়দারাবাদ (দক্ষিণাত্য) জামিয়া উসমানিয়ায় অধ্যাপক নিযুক্ত হন এবং দীনিয়্যাত বিভাগের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। ২৫ শাওয়াল ১৩৭৫ হি. / ৫ জুন ১৯৫৬ সালে তাঁর ওফাত হয়।