হযরত মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রহ. ১৮৯২ খৃস্টাব্দের ১৬ মার্চ ভারতের দরিয়াবাদ এলাকায় জন্ম গ্রহন করেন। তাঁর মুহতারাম দাদা মুফতী মাজহার কারীম ইংরেজ প্রশাসনের বিরুদ্ধে এক ফতওয়ার উপর দস্তখত করার অপরাধে বন্দি হন, এবং শাস্তি স্বরূপ আন্দামান দ্বীপে প্রেরীত হন।
হযরত মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রহ. উর্দূ ভাষায় তাফসীরে মাজেদী রচনার পূর্বে ইংরেজী ভাষায়ও একটি তাফসীর রচনা করেন। তিনি ১৯৭৭ সালের ৬ জানুয়ারী ইন্তেকাল করেন। তিনি তাফসীরএ মাজেদীর মাঝে সূরা ইউসূফের শেষে লিখেন যে, তাঁর বংশ পরম্পরা আটান্নতম পুরুষে গিয়ে ‘লাবী বিন ইয়াকূব আ.’ (لاوى بن يعقوب) এর সাথে গিয়ে মিলে।