মুফতি মাহফুজুর রহমান। জন্ম ১৯৮২ সালের ১৮ই আগস্ট, ১৩৮৯ সালের পহেলা ভাদ্র রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার মধুপুর মুন্সিপাড়া গ্রামে।
তার পিতা মাওলানা শামসুল হকের বিশেষ তত্ত্বাবধানে ও মায়ের অশ্রুসিক্ত দোয়ায় প্রাথমিক লেখাপড়া শুরু করেন রংপুর সিটিতে অবস্থিত দারুল উলুম ও হাফিজিয়া মাদ্রাসা থেকে।
এরপর বগুড়া জামিল মাদ্রাসায় আল্লামা ইউসুফ নিজামী রাহমাতুল্লাহি আলাইহির সোহবতে থেকে দীর্ঘসময় অধ্যায়ন করার পর মাস্টার্স (দাওরায়ে হাদিস) সমাপন করেন মুঈনুল ইসলাম হাটহাজারী বড় মাদ্রাসা থেকে।
ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা থেকে ২০০৫-২০০৭ খ্রি. সালে তাখাসসুস ফিল ফিকাহ কথা উচ্চতর ফিকাহ ও ফতোয়া গবেষণায় পিএইচডি (ইফতা)সম্পন্ন করেন।
তিনি আল্লামা ইউসুফ নিজামী রহ. এর সাথে আধ্যাত্মিক সম্পর্ক গড়ে তুলেন। ইউসুফ নিজামী রহ. এর ইন্তেকালের পর মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান দামাত বারাকাতুহুমের হাতে বাইআত গ্রহণ করে আধ্যাত্মিক সম্পর্ক গড়ে তুলেন এবং ২০২২খ্রি. সালে খেলাফত লাভ করেন।
বর্তমানে-
১. তিনি ঢাকার মিরপুর সাড়ে এগারোয় অবস্থিত ঐতিহ্যবাহী পল্লবী আফতাব উদ্দিন মাদরাসায় নাযেমে তালীমাত, সিনিয়র মুহাদ্দিস ও দারুল ইফতার প্রধান মুশরিফ হিসেবে খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন।
২. রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায় অবস্থিত সন্তোষপুর মহিউস সুন্নাহ মাদ্রাসা পরিচালনার দায়িত্বসহ বেশ কিছু দ্বীনি প্রতিষ্ঠান দেখাশোনা করেন।
৩. ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার দীঘা, পুলিয়াদীতে অবস্থিত হাজী ছফির উদ্দিন ফকির মাদ্রাসার পরিচালনার দায়িত্বে রয়েছেন।