হিজরী ত্রয়োদশ শতাব্দীর একজন বিখ্যাত গবেষক আলেমে দ্বীন। বংশপরিক্রমায় তিনি হযরত খালেদ ইবনে ওয়ালিদ রাদি.-এর বংশধর। ১৩৩৬ হিজরী/১৯১৭ ঈসাব্দে সিরিয়ার হালব নগরীতে জন্ম গ্রহণ করেন।
১৯৪৪ সালে মিশরের আল আযহার বিশ্ববিদ্যালয়ের শরীয়া অনুষদে ভর্তি হন। প্রাতিষ্ঠানিক উচ্চ শিক্ষা সম্পন্ন করে ১৯৫০ সালে মনোবিজ্ঞানের ওপর বিশেষ সনদও অর্জন করেন।
কর্মজীবন শুরু করেন শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ইসলামী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রথম স্থান অর্জনের মাধ্যমে। ১৯৬২ সালে সিরিয়ার সংসদীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি দামেশক ইউনিভার্সিটির শরীয়াহ অনুষদের অধ্যাপকেরর দায়িত্ব পালন করেন।
১৩৮৫ হিজরীতে সাউদি আরবের ইমাম মুহাম্মদ ইবনে সাউদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিযুক্ত হন। ১৪১১ হিজরীততে অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি অতিথি অধ্যাপক হিসেবে পাঠদান করেছেন
১. সুদানের উম্মে দারদা ইউনিভার্সিটি
২. ভারতের দারুল উলুম নদওয়াতুল উলামা লাখনৌ
ও ৩. ইয়ামানের জাতীয় বিশ্ববিদ্যালয়ে।
তিনি ইরাকের মজলিসে ইলমী, মককার রাবেতা আল আলমীর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। ১৯৭২ ও ১৯৮৬ সালে তিনি দু-দু'বার ইখওয়ানুল মুসলিমীনের প্রধান তত্ত্বাবধায়ক মনোনীত হন। তিনি সিরিয়া, ইরাক, ইয়ামান, কাতার, সুদান, মরক্কো, ভারত, পাকিস্তান, জর্দান, মিসর, তিউনিসিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই, আলজেরিয়া, সোমালিয়া, আফগানিস্তান, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা-সহ ইউরোপ ও আমেরিকার বিভিন্ন রাষ্ট্রে সফর করেছেন।
৯ শাওয়াল ১৪১৭ হিজরী রোববার ভোর সাউদি আরবের জেদ্দায় ৮১ বছর বয়সে ইনতিকাল করেন।