মুফতি মনসুরুল হক হলেন একজন বিশিষ্ট বাংলাদেশী পণ্ডিত জন্ম ১২ জানুয়ারী, ১৯৫৩, খুলনা, কমলাপুর। তিনি জামি‘আতু আবরার রহমানিয়া মাদ্রাসার গ্র্যান্ড মুফতি। পূর্বে তিনি ছিলেন জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ (ঢাকা, বাংলাদেশের উচ্চতর ইসলামিক অধ্যয়নের জন্য একটি প্রতিষ্ঠান। এতে কিন্ডারগার্টেন থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত সাতটি শিক্ষা বিভাগ রয়েছে)। এছাড়াও তিনি একজন শিক্ষাবিদ এবং একজন সমাজ সংস্কারক। তিনি বাংলাদেশে বহু মাদ্রাসা, মসজিদ প্রতিষ্ঠা করেন। আল্লামা মুফতি মনসুরুল হক دامت بركاتهم ‘তাইসিরুল মুবতাদী’ বইটি অনুবাদ করেছেন এবং ‘কাওয়ায়েদে উর্দু’ রচনা করেছেন যা ‘তাইসিরুল মুবতাদী’-এর শেষে সংযুক্ত করা হয়েছে।