
রাজসিংহ
রাজসিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উদ্দেশ্যমূলক উপন্যাস। এই উপন্যাসের মধ্য দিয়ে তিনি তাঁর হিন্দুত্ববাদী জাতীয়তাবোধের প্রকাশ ঘটিয়েছেন। তাঁর স্বপ্ন ছিলো জাতীয় হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই আদর্শ বাস্তবায়নের জন্য তিনি বাধা হিসেবে দেখেছিলেন মুসলমানদের। ইংরেজদের চেয়েও মুসলমানেরা ছিলো তাঁর কাছে অনেক বেশি ক্ষতিকর।
ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলেও তাই রাজশক্তি ইংরেজদের সম্পর্কে নীরব থেকে তিনি উচ্চকিত ছিলেন মুসলমানদেরকে নিচু, হীন ও জঘন্য হিসেবে রূপায়িত করার কাজে। বঙ্কিমচন্দ্রের অনেক উপন্যাসেই বিষয়গুলো আছে। কিন্তু রাজসিংহ উপন্যাস তিনি হীনবল হিন্দুকে শক্তিতে বীর্যে শক্তিশালী হিসেবে দেখানোর জন্য বিশেষ পরিকল্পনামাফিক রাজপুত চরিত্র রানা রাজসিংহ ও মোগল সম্রাট আওরঙ্গজেবকে অবলম্বন করেছেন।
উপন্যাসটিতে তিনি রাজসিংহকে মোগলের যাবতীয় অন্যায়-অত্যাচার ও আধিপত্যবাদী শাসনের বিরুদ্ধে শুভ, ন্যায় ও দেশপ্রেমের প্রতীক হিসেবে তুলে ধরেছেন। পক্ষান্তরে সম্রাট আওরঙ্গজেবকে বঙ্কিমের বানানে 'ঔরঙ্গজেব'কে দেখিয়েছেন সকল অন্যায়-অত্যাচার ও হিন্দুর যাবতীয় দুর্দশা ও হিন্দুপীড়নের হোতা হিসেবে। রাজসিংহ ভাষানৈপুণ্যে শিল্পসফল। রবীন্দ্রনাথকে স্মরণে রেখেই বলছি সাহিত্যে জগতের ভার না চাইলেও রাজসিংহ উপন্যাসে যে উদ্দেশ্যবাদিতার ভার আছে তাকে অস্বীকার করার উপায় নেই।
- নাম : রাজসিংহ
- লেখক: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- প্রকাশনী: : অবসর প্রকাশনা সংস্থা
- পৃষ্ঠা সংখ্যা : 232
- ভাষা : bangla
- ISBN : 9789848801222
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2024