ব্যাপ্তি রসিক ও বিদগ্ধ পাঠককে বিস্মিত ও অভিভূত করে। অবসর-এর প্রকাশনায় যাঁদের গ্রন্থরাজি পাঠককে নির্দ্বিধায় আকর্ষণ করে তাঁদের ভিতরে রয়েছেন বাংলা সাহিত্যের ধ্রুপদী লেখকবৃন্দ যেমন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রমুখ। উইলিয়াম শেক্সপিয়ার, লিয়েফ্ তলস্তোয়, মাক্সিম গোর্কির ন্যায় বিশ্বসাহিত্যের মহান স্রষ্টাদের রচনাও আমাদের প্রকাশনার অন্তর্ভুক্ত।
অবসর আবিষ্কার করেছে শিশু-কিশোরদের রঙিন জগৎ। বাংলা সাহিত্যের বিখ্যাত গল্প থেকে শেক্সপিয়ারের কাহিনীগুলো চাররঙে মনকাড়া ছবি দিয়ে অসংখ্য বই বের করছে। অবসর প্রকাশনা সংস্থা এদেশে ইতঃপূর্বে অজ্ঞাত আরেকটি বিষয় উদ্ভাবন করেছে; সেটি হল 'বার্তাকক্ষ'-লেখক ও তাঁর লেখালেখির জগৎ, লেখালেখির কোন কাজে লেখক সে-সময়ে ব্যাপৃত রয়েছেন, তাঁর জীবনাচার ইত্যাদি নিয়ে ঘনিষ্ঠ কথকতা, অর্থাৎ ইংরেজিতে যাকে বলে নিউজ লেটার। বাজারে একই বিষয়ে হয়তো একাধিক প্রকাশনা রয়েছে; কিন্তু তবু, অবসর-এর বইয়ের প্রতি পাঠকদের আগ্রহ প্রধানত নির্ভুল ও নান্দনিক পরিবেশনার কারণে।