

আল-কুরআনের সহজ বাংলা অনুবাদ
আল-কুরআনের অনেকগুলো বাংলা অনুবাদ রয়েছে। এগুলোর মধ্যে কিছুর ভাষা অত্যন্ত কঠিন। কিছু কিছু শাব্দিক অর্থভিত্তিক। কিছু রয়েছে ভাবভিত্তিক। রয়েছে আয়াতের অনুবাদে প্রথম বন্ধনী-তৃতীয় বন্ধনীর জটিলতা। একই আয়াতে দুই বা ততোধিক সর্বনামের যথেচ্ছ ব্যবহার। সব মিলিয়ে অনুবাদে সাবলীলতা আসার পরিবর্তে এসেছে দুর্বোধ্যতা। কিছু কিছু অনুবাদ করা রয়েছে আল-কুরআনের ইংরেজি অনুবাদ থেকে। কেউ কেউ অনুবাদের নামে যুক্ত করেছেন নিজের মত, পথ ও ইচ্ছা। এ জাতীয় অনুবাদগুলোতে অনেক বিভ্রান্তি রয়ে গেছে। এ অবস্থা দূর করার জন্য দীর্ঘদিন গবেষণা, পর্যালাচনা ও সম্পাদনা শেষে শুরু হয় 'আল-কুরআনের সহজ বাংলা অনুবাদ-এর কাজ।
বিদ্যমান অনুবাদসমূহের সীমাবদ্ধতা এবং সেগুলো বোঝার ক্ষেত্রে বিদ্যমান অসুবিধাগুলো শনাক্ত ও দূর করার উদ্যোগ নেয়া হয়। পূর্বসূরি অনুবাদকদের অনুবাদসমূহ অধ্যয়ন ও পর্যালোচনা শেষে সম্ভাব্য ত্রুটি, সীমাবদ্ধতা, জটিলতা ও বিভ্রান্তি দূর করা হয়। গ্রহণ করা হয় সর্বসাধারণের জন্য সবচেয়ে সহজ ভাষা রীতি। শাব্দিক ও ভাবানুবাদের মধ্যে যেটি আল-কুরআনের মূল উদ্দেশ্যের সাথে অধিক সঙ্গতিপূর্ণ সেটাই গ্রহণ করা হয়। সকল ক্ষেত্রে নির্মোহ ও নিরপেক্ষ থেকে অনুবাদ সম্পন্ন করা হয়। এভাবে বাংলা ভাষায় অদ্যাবধি সম্পন্ন সকল অনুবাদের মধ্যে 'আল-কুরআনের সহজ বাংলা অনুবাদ' একটি সর্বজনগ্রাহ্য অনুবাদের দাবিদার হয়ে ওঠে। আশা করা যায়, এ অনুবাদখানা আল-কুরআনের বক্তব্য বোঝার ক্ষেত্রে সবচেয়ে সহায়ক হিসেবে ভূমিকা পালনে সক্ষম হবে ইনশাআল্লাহ।
- নাম : আল-কুরআনের সহজ বাংলা অনুবাদ
- লেখক: ড. মোঃ ইব্রাহীম খলিল
- প্রকাশনী: : অবসর প্রকাশনা সংস্থা
- পৃষ্ঠা সংখ্যা : 670
- ভাষা : bangla
- ISBN : 9789848801932
- বান্ডিং : hard cover
- প্রথম প্রকাশ: 2025